নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বদলাতে চাই নিজেকে...

স্বপ্ন ফানুস

বদলাতে চাই....

স্বপ্ন ফানুস › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুমি.....ক্যাডার

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

বন্ধু তোমায় দিয়েছিলাম ফোন, অনেক দিন পর;
সময় হয়নি আমার কলটি, রিসিভ করবার।
ভার্সিটিতে একসাথে ক্লাস, এক সাথে হত খাওয়া;
ব্যস্ততা আজ এতই বেশি, স্মৃতির ঘরটি হাওয়া।
ক্যাম্পাসে কাটতো সারাটি বেলা, ভোর হতে রাত;
দুঃখ-সুখের গল্পে কেটেছে, আড্ডাতে করেছি মাত।
দিন চলে গেছে, মাস চলে গেছে, এভাবে অনেক বছর
মেঘে মেঘে হয়েছে বেলা, কেটে গেছে কত প্রহর।
কর্পোরেট চাকুরীতে ব্যস্ত যখন, পড়েছ তুমি বিসিএস;
স্মার্ট বলে ক্ষ্যাপাতে আমায়, বলতে তুমি যে শেষ।
পরামর্শ নিতে তুমি, সাথে নিতে টাকা ধার;
বলতে আমায় শুধবে কী করে, কথার কত বাহার!
আমার না কী ইনকাম অনেক আমায় বলতে সফল;
রুমের কোনায় গোপনে গোপনে ছিল কান্নার রোল।
আমি আজও খেটে চলেছি, কর্পোরেট কেরানী;
বন্ধু তুমি ক্যাডার হয়েছ, আরামে আছ জানি।
এক সময়ের জীগলি দোস্ত, আজ হয়েছে পর;
ফোন দিলে চিনতে পারনা, তুমি আজ বড় ক্যাডার।
বুকের ভেতর চিন চিন করে, সহ্য কী করা যায়;
ব্যস্ততা কী আমার কম, আমি কী এত বোঁদাই।
সরকারী পোস্টের দাম অনেক, তোমরাই তো দেশের কারিগর;
অন্যরা সবাই কুলী মজুর, পাত্র যে অবহেলার ।
কাজের দাম বেশি নাকি পোস্টের দাম বেশি;
তুলনা করে জাতি কী পেয়েছে, বুঝতে আজও পারিনি।
বন্ধু তুমি মনে রেখ, ছাত্র ছিলাম ভালো;
দেশটা হবে উন্নত আর আমরাই জ্বালবো আলো।
সরকারী পোস্টের দেমাকে তোমরা,
যতই কর আজ আমাদের অবহেলা;
কর্মী মোরা গড়বো দেশ; নিশ্চিত হবেই,
ব্রিটিশভূতমুক্ত বৈষম্যহীন; প্রজন্ম-সুখের মেলা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১১

করুণাধারা বলেছেন:
কবিতা ভাল লাগল। কিন্তু শেয লাইনে এসে থমকে গেলাম। আমলাতন্ত্র বৃটিশদের তৈরি কিন্তু তারা এদেশ ছেড়ে চলে গেছে সত্তর বছর আগে। তাদের কেন আজো দোষ দেবেন! সিস্টেম বদলায়নি সে আমাদেরই দোষ।

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ। বৃটিশদের দোষ দেয়া হয়নি। দোষ দেয়া হয়েছে সিস্টেমবাজদের কে যারা ক্যাডারতন্ত্রের নামে উপনিবেশিক চিন্তাধারার বৃটিশভূতদের এখনও মনের মধ্যে পুষে রেখেছে।

২| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় ভালোই লিখেছেন।

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: এরকমই হয়! ভালো লিখেছেন, তবে কর্পোরেট জগৎ অনেক কঠিন

৪| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১০

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.