![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী দ্রুত সময় চলে যাচ্ছে..
থামিয়ে দিতে পারলে সুখ পেতাম, অথচ,
সুখের মুহূর্তে বিমূর্ত ধারণ প্রায় অসম্ভব।
দেহের সুখগুলোকে বিসর্জন দিয়ে
যদি মনের সুখ পেতাম!
তাহলেই অনুভূত হত সপ্তমাসমান ছোঁয়ার সুখ;
দেহ জ্বলতে থাকে আর মনের সুখ পালিয়ে যায়
প্রচন্ড এক যৌনতা ভর করে মাথায়
শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলক হতে থাকে।
ভাবনাহীনভাবেই অসহায় হয়ে যায়
প্রতিনিয়ত করে চলা প্রতিজ্ঞাগুলো।
দেহের সুখের সন্ধানে উন্মাদনা ভর করে
দলিত মলিত স্থলিত হয় শরীর;
মননে স্তব্দতার আগমন হয়।
এ সুখ কী মনের না দেহের, অনুপলব্ধ থেকে যায়
এ সুখ আদৌ কোন সুখ কিনা তা বড়ই দূর্বোধ্য
ইচ্ছার বিরূদ্বচারণ করে যে অনূভূতি তাতে
সুখের চেয়ে যে কষ্ট বেশী!
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯
রাতু০১ বলেছেন: সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে,
ধন্যবাদ অনুসরনের জন্য ।
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ। অনুসরণীয় পোস্ট থাকলে অনুসরণ তো করতেই হবে।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮
নুসরাত জাহানি ইলা বলেছেন: ভালো লাগলো,
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো,