![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখের আগমন এখন মনকে উদ্বেলিত করে না
ঠিক যেমনটি করত পাঁচ বছর আগে
বিশ্ববিদ্যালয়ের বৈশাখ আসলেই অন্যরকম
যেখানে প্রিয়তমা ছিল, ছিল উন্মাদনা
গত পাঁচটি বছরে বৈশাখি ঝড়ে
সেসব আবেগ অনূভূতিগুলো প্রায় আজ অস্থিত্বহীন
প্রতিবছর ক্রমশঃ সুন্দর স্মৃতিগুলো হয়েছে বিস্মৃত।
পহেলা বৈশাখ এখন স্মৃতি রোমান্থন দিবস
অথবা তা এখন চিত্ত-মনন হনন দিবস!
কড়া রোদ, ঝড়ো বাতাস কিংবা হটাৎ বৃষ্টি
আমাকে এখনও মনে করিয়ে দেয়
তোমার হাত, শাড়ি আর কপালের টিপ এর কথা
যেখানে আমার অস্থিত্ব ছিল,
অথচ এখন আর নেই, রয়েছে অন্যকেউ।
আড়ং এর শাড়ির আল্পনা গুলো নিশ্চয় আছে
আর সেই ম্যাচিং করা মেরুন কালারের সেই ঠোঁট
যেখানে আমার অধিকার ছিল, ছিল ভালবাসা
কিছুই নেই, আবার সবকিছুই আছে
তবে আমার নয়, অন্য কারোর কাছে।
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
২| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
অতঃপর হৃদয় বলেছেন: মূল জিনিস বুঝতে পেরেছি...!!
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ। বুকে আসেন।
৩| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। নববর্ষ নিয়ে বানানো আমার ভিডিও। আশা করি ভালো লাগবে।
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪
স্বপ্ন ফানুস বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৪| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন ++বিস্মৃত বৈশাখ আবার সুখময় হোক
নতুন বছরের শুভ কামনায়
১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যেও।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭
বিজন রয় বলেছেন: কবিতার মতো নয় কিন্তু কবিতা।
নতুন বৎসরের শুভেচ্ছা।