নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বদলাতে চাই নিজেকে...

স্বপ্ন ফানুস

বদলাতে চাই....

স্বপ্ন ফানুস › বিস্তারিত পোস্টঃ

কেন ফিরে আস?

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

তুমি-আমি আলাদা পথে, রয়েছি অনেক দিন ধরে
তবুও কেন তুমি ফিরে আস, প্রায়শঃ আমার স্বপ্নলোকেে
অদ্ভুতুড়ে অনূভূতি, স্থলিত হয় মাথাভর্তি হয়ে
তবু কেন এত ভয়, তোমাকে তো হারিয়েছি বহুআগেই
সবাইকে নিয়ে ব্যস্ত আমি, আজ বড় একা
এরই মাঝে তোমায় মনে পড়াকে, যায় না আটকে রাখা
কেন ফিরে আস স্মৃতিপটে, দাও হৃদয়-ব্যাথা
এই ব্যাথাকেই পাত্তাই দেইনি, এইতো সেদিনের কথা
তুমি বলতে, বুঝবে সময় গেলেই বুঝবে
চারিদিক চেয়ে আমায় তুমি, খুঁজবে আর খুঁজবেই
আমি ভাবতাম প্রেমের কথা, উবে যাবে কিছুদিন গেলে
অবাক আমি চেয়ে রই, ভাবি কী করে সত্যি হলে
একটু অবসর পেলেই ভাবি, কী করতাম আমরা
সেই সময়টা সেরা ছিল, গত হয়ে গেছে যা
টিএসসি, দোয়েল চত্ত্বর অথবা ধানমন্ডি লেকের পানি
যেমন ছিল তেমনি আছে, নেই শুধু তুমি-আমি
হাতে হাত রেখে নিস্তব্দ সময়, কত যে হয়েছে পার
সেই হাত ছাড়াই সবচেয়ে বড়ভুল, ছিল জীবনে আমার
চেয়েছিলাম যা, হয়েছ তুমি তা, প্রমাণ করেছ নিজেকে
আমিও সেই জায়গাতে আছি, তুমি যা চেয়েছিলে!
জানি সত্য নয়, তবু মনে হয়, এখনও আমায় ভালোবাস
তাই যদি না হয়, স্বপ্নলোকে বার বার কেন ফিরে আস?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সে হয়তো স্বপ্নকে নিয়ন্ত্রণ করে।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্ন ফানুস বলেছেন: হতেও পারে। আমি যদি পারতুম....

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে স্বপ্নকে নিয়ন্ত্রণ করা ভালো না। সব যান্ত্রিক হয়ে যায়।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

স্বপ্ন ফানুস বলেছেন: কথা সত্য।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

বিদ্যুৎ বলেছেন: খুব সুন্দর। চমৎকার ভাল লাগা জানিয়ে গেলাম।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

স্বপ্ন ফানুস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.