![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কী এখনও আমাকে ডাকো,
বাবু, সোনা, জান অথবা পাখি বলে?
না তুমি ডাকো না, ডাকলে নিশ্চয়
আমার অন্তর-কর্ণকুহরে তা পৌছাতো।
আর কেনই বা ডাকবে, তুমি তো আর
আমার নেই, আমিও আজ নেই তোমার
ভালোবাসার দ্বার খুলে দিয়েছিলে যেদিন
আমি সস্তা ভেবে নিজেকে গুটিয়ে রেখেছিলাম
অথচ আজ প্রতিটি মূহুর্তে আমি সেই অনূভূতির
অব্যক্ত কষ্টগুলো বুকে চেপে বয়ে বেড়ায় নিরন্তর।
তোমার চোখের অশ্রুধারা সেদিন ভেবেছি অভিনয়
আজ আমার চোখেই বেদনা অশ্রু হয়ে ঝরে প্রতিনিয়ত।
তুমি জানো হাত বাড়ালেই যে তুমি আমার ছিলে
আজ সেই তোমাকে গুগলে ফেসবুকে খুঁজি নিরন্তর।
তোমার প্রেমের যোগ্য আমি আজও হতে পারিনি
অথচ তুমি আমার প্রেমের যোগ্য ছিলে অনেক আগে থেকেই।
যে যন্ত্রণা আমি বয়ে চলেছি আমার মাঝেে
একি আমার প্রাপ্তি নাকি শাস্তি আজও বুঝিনি।
শুধু এতটুকু উপলব্ধি মনকে তাড়িয়ে বেড়াই
দূরে সরে এসে আমি শুধুই অপ্রাপ্তিকে খুঁজেছি, সুখকে পায়নি।
©somewhere in net ltd.