নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

যদি না জানতাম...

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

যদি না জানতাম
খোদার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই
নেই কোন ইনস্টা-টুইটার।
তবে তোমার মতো হয়তো তারে ট্যাগ করে স্ট্যাটাস দিতাম।
ইনবক্সে নক্ করিতাম।
না পাওয়া যত প্রশ্নের উত্তর চাইতাম।
যদি না জানতাম
স্বর্গের সব লাইন আজকাল ভীষণ ব্যস্ত ভিআইপি টেলিফোনে।

জিজ্ঞেস করিতাম...
মোড়ের মাথায় ঘোর বর্ষায়
পলিথিনে মোড়া প্রাসাদ খানায়
যে যিশুর আগমনী ধ্বনি বেজেছে আজ
ওর পাগলী-মা মরিয়ম হবার প্রার্থনা করেছিল কিনা?
কেউই নাকি ওর বাপ না!

জিজ্ঞেস করিতাম...
বিনা বাপে পয়দা করা যদি মাত্র তারই কীর্তি--
তবে সেই সে দিনের বাদল ঝড়ের মাদল রাতে
পাগলীটা যখন আগুন গায়ে ঘোর জ্বরেতে
আবোল-তাবোল বোল বলেছে...
বিজলী জ্বলা আঁধার আড়ে মুখ-চেহারা লুকিয়ে সাড়ে
জল-চুয়ানো ওই প্রাসাদে পুরুষ কায়া কী করছিল?

জিজ্ঞেস করিতাম...
এতিম বোনে বুকে চেপে
নজরুলের ওই গোরের পাড়ে
দু'চোখ ভরে ক্ষুধার জ্বেলে
নোনা পানির বান ডাকিয়ে
এর-ওর মুখে মুখ চাহিয়ে তােরে খোঁজে
সিংহাসনের মুকুট ছেড়ে
অন্ন হাতে তেড়ে-ফুঁড়ে
ও খোদা! তুঁ এসেছ কবে অন্নত্রাতা সেজে?
নাকি তোমারও ভোটাধিকার লুটেছে ঘুষের ঘ্রাণে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ও খোদা! তুঁ এসেছ কবে অন্নত্রাতা সেজে?
নাকি তোমারও ভোটাধিকার লুটেছে ঘুষের ঘ্রাণে।

.......................................................................
আমাদের জীবনের বাস্তবতায় এই ক্ষোভ,
তবে সবার জন্য নয় ।
প্রকৃতির কাছে আমাদের অনেক প্রশ্ন , কিন্ত
সঠিক উত্তর কে দেবে ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৫

মাস্টারদা বলেছেন: যা নিজে অর্জন করিনি তাই নিয়ে কী না পোদ্দারি! আসলে আমাদের সবি তো পেয়ে দানের মাল হিসেবে। তাই খারাপ লাগা।
"তবে সবার জন্য নয়।"---সত্যি।
ধন্যবাদ, @স্বপ্ন ভাই।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১১

আমি রোবট বলেছেন: ছবি গুল দেখে অনেক খারাপ লাগলো....।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৬

মাস্টারদা বলেছেন: :'(

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: সকাল বেলা আপনার কবিতা পড়ে ভুল করলাম। মনটা বিষন্ন হয়ে গেল!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২১

মাস্টারদা বলেছেন: :-(

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

হাবিব বলেছেন: নিদারুন কষ্টে দিনাতিপাত তাদের.........

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২১

মাস্টারদা বলেছেন: আমরা নিরুপায়

৫| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: আজকাল কবিতা লিখছেন না??

২১ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৬

মাস্টারদা বলেছেন: হাতকে বেঁধে রেখেছি। আপাতত "কিন্তু বিসিএস তো দাও নাই!"র বিসিএসের পেছনে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.