নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

সেদিনের পারু

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১:০৮

_____________
জীবন মম থমকে ছিল
কয়রা নদীর তীরে,,
মেঠো পথ, পুকুর ঘাট
মিরই গাঁয়ের নীড়ে।
সেথা যে এক পল্লী-বালা
বইচি ঝোঁপের পাশে,
কলসি ভরা জল নিয়ে সে
নথ নাড়িয়ে হাসে।
চম্পা ভাইয়ের বোন ছিল সে
খই ফুটানি ডালি,
মধুর কথায় হারে সবে
চঞ্চলো বুলবুলি ।
সেই গাঁয়েরই চাষার ছেলে
নামে হাকিম খাঁ,
বইচি ঝোঁপের পাশে এসে
কুসুমে কাটায় পা।
কচি মুখে মধুর হাসি
মৃগা চাউনি চোখে,
খাঁয়ের বেটায পথ হারালে
সেই পূর্ণেন্দু দেখে।
তেলের বতল রইল ভূ-তল
গা নুকিয়ে ঝোঁপে,
হাটের কথা ভুলে ডোবে
বুনো ফুলের রূপে।
খাঁয়ের বউয়ে দাওয়ায় যাইয়ে
বারেক চাইয়ে পথ
এই বুঝি মোর এল খোকা
উড়িয়ে ধূলাের রথ।

কিষেণ-খাবার যাবে মাঠে
বেলা যে যায় বয়ে,
খাঁয়ের বউয়ের মন উচাটন
গাঁয়ের পথ চেয়ে।
ও দিকেতে হাকিম খাঁয়ে
মজিয়া বুনো ফুলে,
দখিনে বাঁয়ে ধরলে বাঁশি
মাঠের কথা ভুলে।
হাকি'র বাঁশি সর্বনাশী
সবাই জানে গাঁয়ে,
কদম শাখে মনের সাথে
ভাসে দখিন বাঁয়ে।
যেই বাঁশিতে মরেছিল
কানাইর প্রিয়া রাঁধে,
সেই বিষেতেই মরল পারু
তার জাতে কি বাঁধে??
(চলবে...)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫১

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ভালো লাগলো
বাকি অংশের অপেক্ষায় রইলাম

২| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.