নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
তখন আলোর জোস ছিল না
মা বলত- "খোকা, মনের বাতি জ্বেলে
মানুষের মতো মানুষ হ'।"
এখন আলোর রোশাই
ফকফকা ধরা পুরোটাই
বলে- "খোকা মার্কস ক'!"
কুপির আলোয় আসতো কুমার, কত্তো বীরের দল
রঘু কাকার পিড়ায় মা 'আল্লা' নামে পট্টি দে'ছে জল।
এখন আসে সিনেপ্লেক্সে কত্তো নানের গপ্পো
পকেট ভরা স্বার্থ সেথায় মানুষ হওয়া শক্ত।
রাস্তায় মানুষ-কুকুর ঘুমায়,
মনুষত্ব লড়ছে কোমায়
সেই শিক্ষা কোথায় বল?
মাটির মা-ই আমার চিরায়ত বাংলা
আর সব শালা শারর্দুলের ছালে নেড়ি কুত্তার দল।
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৫
মাস্টারদা বলেছেন: ভালোবাসা
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।