নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

হলুদে বাবলা

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৩





কে জানত?
গোটা আকাশটা সকাল থেকে মায়ের সাথে মন ভারি করে বসবে?
টিপটিপ করে অশ্রু ঝরাবে
গাছের পাতার গণ্ড বেয়ে সেই অশ্রু মুছবে মাটির আঁচলে?
কে জানত?

কে জানত, আমার আগাম-কেনা বাসের টিকিট শেষ মুহূর্তে বাতিল হবে?
ঈদ শেষে গন্তব্য পথে বৃষ্টি সফর সঙ্গী হবে?
কে জানত?

বৃষ্টি বুঝি একটু একটু থেমে থেমে দম নেবে
ছোলাদানা-দারুনমল্লিক-বটিয়াঘাটায় মোটর ছুটে
পঞ্চাশের পচপচে গতিতেও ভয় ভয় লাগবে!
কে জানত
দাদুর দাঁতে হড়হড় ইটে শোল ধরার ভয়!
--আমার তো নেই তাড়া তবে
বৃষ্টি বাবু জোর আপ্যায়নে আসতে পারে
আরো পড়ি-মরি যাওয়া তাই সময় দাবি করে।

কে জানত?
মিনিট সাতেক বাদ টিপটিপে সেই বৃষ্টিতে
পিছলে পথে পঁচাত্তরে পিলে চমকানো দুরে থাক্
নাকে বুনো বাবলার ঘ্রান ছুঁবে?
হড়বড়ে ইটেরা সব সমস্বরে কাব্য করে
কবির সুরে সুর ধরে স্বপ্ন ঘাটে চরবে!
আর তার কারণ হবে কোন এক গেরস্ত ঘরের মাটির প্রতিমা!
যে এই মুহুর্তে ত্রস্ত হাতে গোয়াল ঘরে গরুকে খাওয়াতে ব্যস্ত!
কে জানত?

কে জানত?
ঝাঁক ধরে জুঁইয়ের থোকা পথের 'পরে উঁকি দেবে?
কপোত ডানার ঝাপটা খসা হঠাৎ আলোক
মনটা আমার ঝলকানিতে খসে নেবে!
গেরস্তের ওই গোয়াল দোরে!

কে জানত?
তারপর মুদলে চোখে টুকটুকে লাল শাড়িতে,
গোলাপ গালে রসুই ঘরের কালচে কালি
মাটির দীপের দীপ্তি আমার চোখে পড়বে?
স্রোতোস্বরে ঝলক দিয়ে ঘুম উড়াবে
"এই যাহ্, পণ্ডিতমশাই তো ঘুমায়ে পড়েছে!"

কে জানত?
তার খোলা কেশের তালে তালে
মনের ঋতু পলে পলে পাল্টে যাবে?
এই বসন্তে, তো এই শ্রাবণে
শারদ সাদা উড়ুউড়ু মেঘ কাঁপণে!

কে জানত?
কপাল 'পরে বারে-বারে-বিরক্ত করা চুলগুলোকে
গোবরমাখা-হাতের-কব্জিতে-সরানো-ছবি মুগ্ধ করে রাখবে?
গোবুরে গন্ধে সেই বুনো বাবলার ঘ্রাণ মন মাতাবে?
কে জানতে?

কে জানত, এত্তো কিছুর পরেও তার সিঁথিতে আর আমার বৃদ্ধা-শাহাদাতে সিঁদুর লেগে থাকবে?
আঁচলে পরাণ বেঁধে নাকে নথে টানবে?

ক্যা পাতাহ্, মিনিট সাতেক বাদ
শাহেদ এহি হোগা!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: কে জানত?

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৮

মাস্টারদা বলেছেন: ❤

২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৩:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: যদিও বিয়ে করে ফেলেছি তারপরেও বলছি ছবির ঐ গ্রামের মেয়েটিকে ভালোবেসে ফেলেছি মনের অজান্তেই। এই জীবনে আর হয়তো তাকে পাওয়া হবে না, তবুও বুকের কোন এক কোনে সে বেঁচে থাকবে। লিখার জন্য ধন্যবাদ।

বিঃদ্রঃ পেইন্টিংটা অসাধারণ মনে হয়েছে। সোর্স উল্লেখ করলে খুশি হতাম। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৩

মাস্টারদা বলেছেন: পেইন্টিংটা ভালো লেগেছিল বলে নিয়েছিলাম অনেকদিন আগে। সোর্স ভুলে গেছি

গৃহকর্ত্রী একথা যদি টের পায়... সে দায় আমি নিতে পারবো না

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৯

মাস্টারদা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৭

ইসিয়াক বলেছেন: গ্রামের মেয়েটিকে অসাধারন দেখতে।অন্যভাবে নেবেন না দয়া করে ।কবিতাটি ও ভালো লেগেছে।
ধন্যবাদ

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৪

মাস্টারদা বলেছেন: ❤

৪| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
ছবিটাও সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৮

মাস্টারদা বলেছেন: ❤

৫| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭

বিষন্ন পথিক বলেছেন: ছবিটা যিনি একেছেন, উনি হয়ত আসল মানুষটিকে দেখে একেছেন, খুবই সুন্দর ছবির মানুষটি

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১:৩৬

মাস্টারদা বলেছেন: দেখিতে যাবো স্রষ্টারে
বিশ্ব সংসার তন্ন তন্ন করে।

ধন্যবাদ

৬| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ। ছবিটিও সুন্দর।

৭| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ❤

শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.