নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

দেখ তো তোমায় চেনো কি না...

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩



দেখ তো তোমায় চেনো কি না...
কচুর পাতায় বৃষ্টি মাথায়
বই বগলে সবাই মিলে
নির্মলা দিন, শৈশব কেনা।
ভালো করে আবার দেখো...
দেখো তো তোমায় পাও কিনা।



এমনি ছড়ার ঝরার দিনে
স্কুল ফেরত ভেজা দিনে
জামার গোড়ায় গিট্টু দিয়ে
স্লেট খাতা পিঠে নিয়ে
এক ছাতা আর আটটা মাথা
পায়ে পায়ে কত্তো কথা
ব্যথা যে চিন চিনে
এমনি ছড়ার ঝরার দিনে
ভিজতে ভিজতে ফিরছি বাড়ি
চোখ ভিজে যায় মনে।



বাড়ির মুড়োয় খালের গেটে
ছোট্ট মাছে স্রোতে ছোটে
লাফালাফির ধুম
ওদিক তো সেই সকাল থেকেই
পুব পচিমে সকল দিকেই
আকাশ রেগে 'গুম!'
ঝোলা গুড় তার দেয়নি বলে
মর্তমানটা ঠেলে ফেলে
কাঁদিয়ে চলে ঝুমুর ঝুম।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬

ইসিয়াক বলেছেন: চিনেছি আমায় ! চিনেছি আমায় !!
শুধু আমিতো নই , আমরা সবাই ।
এই বেলাতে চলো ফিরে যাই
শৈশবের সেই দিনগুলায় ।।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩২

মাস্টারদা বলেছেন: এগুলোই আমরা, আমাদের আমরা।
❤❤❤

২| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ছোটবেলা স্কুল থেকে কতদিন ইচ্ছা করে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরেছি।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮

মাস্টারদা বলেছেন: এই ভিজিবারর জন্যে যদি না পৃষ্ঠে উত্তম-মধ্যম না পড়িলে ভিজিবার সার্থকতাই মাটি...
আমি খেতুম কিনা সেটা জানা অনাবশ্যক

৩| ১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্মৃতির করিডোরে শৈশব কৈশোরের
এমন অনেক দৃশ্যচিত্র উকি দিলো।


"আমি আছি প্রথম ছবিতে,
বাড়ি ফেরার দুষ্টুমিতে
দ্বিতীয় ছবির ছাতার নিচে- স্লেট হাতে-
আমি আছি।
আমি আছি
বৃষ্টিভেজা তৃতীয় চতুর্থ ছবিতেও।"

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১

মাস্টারদা বলেছেন: ডালে ডালে ঘোরা শাখামৃগ পেলাম এবেলায় একটা...

❤❤❤

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০

মাস্টারদা বলেছেন: স্বজাতির স্বজাত চিনিতে ভুল হলে চলে না।

৪| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: পুরাই স্মৃতিকাতর করে দিলেন যে !!

৫| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো আপনার স্মৃতিচারণা মূলক কাব্য। ক্ষনিকের জন্য শৈশবে চলে গেলাম।
পোস্টে লাইক।
শুভকামনা রইল।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: যেটা বলতে ভুলে গেছি। দুটি ছবির মাঝে স্পেস দিলে দেখতে সুন্দর লাগতো।

২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ। পরবর্তীতে মেনে চলতে চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.