নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

মঞ্জরা ময়ূখ

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭



পুটং (ম্যাসেঞ্জারে শব্দ)
চ্যাটহেডে ভেসে গেল...

লেখা: "কী করিস?"
রিপ্লে: "কিছু না।
অপেক্ষা করি।"
(টাইপিং... মিলিয়ে গেল। আবার টাইপিং...)

লেখা: "এত রাতে!!
কার?"
রিপ্লে: "চোরের।"
লেখা: "চোর...? ইন্টারেস্টিং।
চোর আসবে, আগেই টের পেলি ক্যামনে?"

রিপ্লে: "মন বলেছে।"
লেখা: "দূর!!
সব কাজেই তোর হেয়ালি।"
রিপ্লে: "বা রে। জিনিস আমার চুরি হবে আর আমিই টের পাব না?"

লেখা: "কিসের চোর? "
রিপ্লে: "মনের।"
লেখা: "বললি যে চো...। উঁমমম্...ঢ...ঙ।"
(কিছুটা নিরবতা। যেন যথাতথা কিছু কথা গুছিয়ে নেয়ার চেষ্টা অযথা। টাইপিং...)

লেখা: "কিভাবে বুঝলি যে সে মনের চোর?"
রিপ্লে: "মন মিসিং।
তাই টের পেলুম।"
লেখা: "মিসিং?"
রিপ্লে: "আমার খায়, আমার পরে, আমার ভিটেয় বসত করে, আমার কথা না ভেবে অন্যের কথা চিন্তা করে?
তাহলে?"

লেখা: "ভেরি স্যাড। ধরতে পারবি?"
রিপ্লে: "ধরা খেয়েছে।"
লেখা: "কখন?"
রিপ্লে: "যেই না তুই ম্যাসেজ দিলি।


[ছবি: গুগল মামুর]

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: এগুলো হলো আবেগ।
বাস্তব দুনিয়া অনেক কঠিন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯

মাস্টারদা বলেছেন: এই নিঠুর কঠিনেরে যদি কেউ মুহুর্ত খানেকের তরে ঘুম পাড়ায়ে
আবেগ মাথায় করে থাকতে চায়,
চক্ষু মুদে অনন্ত ভীড়ে বুক ভরে
নিজের মতো করে খানিকটা শ্বাস নিতে চায়
তো তাতে কি কিছু মন্দ আছে?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সঠিক কিছু ফুটে উঠেনি।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

পদ্মপুকুর বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: সঠিক কিছু ফুটে উঠেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.