নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

মুক

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৫



আমি আগেই বলেছি সমরিতা
তুমি ভুল গ্রহে এসেছ।
তুমি ভুলকে আপনার করতে চলেছ
এখানে এর দো'পেয়ো জানোয়ারে ভরেছে সবটা
গায়ের জোরে নিজেদের নাম নিয়েছে "মানুষ!"
অথচ কুকুর, শুয়োর, ছুঁচো, চামচিকা,
কিংবা একই মুখে হাগা-খাওয়া বাদুর..
সব নামই দিব‍্যি কেমন এদের সাথে খাপ খেয়ে যায়!
এরা গদির জন‍্য বাপকে পাল্লায় তুলতে পারে
মা, মাটি, মাতৃভূমিকে দু'পায়ে দলিত করে
ধর্মের দোহাই দিয়ে সোদরের মাথা নির্দ্বিধায় ঠেতলে দেয় ইটের ঘায়ে!
বাতাসে কান পাতো..
"আল্লাহু আকবার" নয়তো "জয় শ্রী রাম" শুনতে পাবে।
তারপর কাঁচা পোড়া মাংস গন্ধ..!
ঘৃণার কাবাবে পুড়ছে চারপাশ


সব‍্যসাচী..
এরা সব করতে পারে,
পায়ু পথে বাতাস ঢুকিয়ে বেলুন করে উঠায় ছেলের বয়েসি বোবাকেও
ছেলেহারা মা পথের শিশুকে আদর করে খুন হয় এদের হাতে
ঠেলা কাঠের মাথায় লেগে থাকে সে মায়ের ভালোবাসার রক্ত
পড়ে থাকে ধূলির পথে; গণপিটুনিতে! জুমা'র অক্ত
পাগলী হয় প্রসূতি--
মরিয়ম হয় গভীর রাতে কোনো ফেরেশতার হাতে
অথচ..অথচ পরদিন পত্রিকায় খবর বেরোয়,
"বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে!"
"হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।"
হা হা হা..প্রাণী বিলুপ্ত হচ্ছে।
সবচেয়ে বিপন্নতার মুখে আছে যে প্রাণী
তার কথা বেমালুম যায় ভুলে
"মানুষ"এর মানেটাই এই সব বিলুপ্তির মূলে।

তাই তো বলি তুমি ফিরে যাও,
ফিরে যাও যে তোমাকে পাঠিয়েছে তার কাছে
বলো, "তোমাকে ভুল করে জানোয়ারে গ্রহে পাঠানো হয়েছে।"
জিজ্ঞেস করলে বলো, "আরেক বোবা জানোয়ার এ কথা শিখিয়েছে।"



ছবিঃ দ‍্য ইন্ডিপেন্ডেন্ট অ‍্যাবাউট দিল্লি রাওটস্।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সুচিন্তিতভাবে মনোভাব প্রকাশ, ভালোই ।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮

সাইন বোর্ড বলেছেন: সময়ের ক্ষোভ, ভাল লাগল ।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, মানুষগুলো মানুষ হোক এই কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.