নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খণ্ডিত-১

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৫



চন্দ্র

কে তুমি ধাও বিশ্ব পথিক
চাও গো বারেক চাও গো
চঞ্চল প্রাণ উদাস করা
এক কলি গীত গাও গো।
চাও গো বারেক চাও গো..

দীন আমি নাইবা দিলেম উপহার
কেঁদে তোমায় হাঁসিয়ে যাব বৃন্তহার
দো-তারা তার উঁচু করে
ভর-দুপুরে মন-পুকুরে
সুর লহরায় ছাঁও গো।
গাও না গো, গীত গাও গো।



পক্ষ

ভর দুপুর আঁধার হয়ে আসা
সেদিন ১৬ ই আশ্বিন
গড়াগড়ি কেঁদে বলে গেল মেঘ
তোমায় দেখি না কদ্দিন।

ফোঁটায় ফোঁটায় গড়ায়ে বেদন
কোথা আছো দিনমনি
অশ্রু শূন্য আঁখি পল্লবে
ভিজিছে রুধিরে আনি।



নেত্র

খোলা ব‍্যালকনি
মেঘে মোড়া আকাশ
টিপটিপ বৃষ্টি
নিথর নিশির শরীর
ছুঁয়েছে বাতাস।

আনমনে একেলা
কাকের সংসার আমের ডালে
থেকে থেকে বেদর রণে
বৃষ্টির তানে তানে
সুখের বাটিতে যেন দুঃখ ঢালে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: বাহ , অনেক ভাল লাগল ।

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮

মাস্টারদা বলেছেন: অনেক ভালোবাসা

৩| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৪| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪

নেওয়াজ আলি বলেছেন: সুশোভন, শ্রুতিমধুর লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.