নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

কুঁচকে যাওয়া ফতুয়া

২৮ শে মার্চ, ২০২০ রাত ২:৩৮




সাক্ষ‍্য দিবে অনেক কিছুই শুধু মনে দেখো যদি
(নয়তো)"নোংরা হাত-নোংরা শার্ট"; নয়ান দেবে ফাঁকি।
বুঝতে গেলে চোখ লাগে--
যে চোখ স্কুল-কলেজ-ভার্সিটি শেখায় না,
শেখালে এসি ল‍্যান্ডের জানবার কথা ছিল...
জানার কথা ছিল এক মাস্কের দাম... "দুই সের মোটা চালের দামের সমান!"
সেই দুই সের কোনো ঝুঁপড়ির জনা পাঁচেকের দু'দিনের খাবার!
হয়তো কেউ তাও পায় না!




কান তো তাদের ধরার কথা... যারা এই দুর্যোগে দাম চড়ায়!
কান তো তাদের ধরার কথা... যারা ব‍্যবস্থাপনায় চরম ব‍্যর্থ; ঈশ্বর!
যাদের ভুল হয় না(!); যারা আইনের কথা বলে নিজেই আইন ভেঙে
কান তো তাদের ধরার কথা।
কথায় কথায় যারা ইতিহাস বলে তারাই ইতিহাসের ইয়াহিয়া!

তারা কেন "ওই গুটিয়ে ওটা তেল চিটচিটে ফতুয়া" দেখে না
অথচ ওই গুটিয়ে উঠা ফতুয়াই আমার দেশের ইকোনমি
অথচ কুঁচকে যাওয়ার কারণ জানার কথা ছিল--
জানার কথা ছিল
রোদে চামড়া পুড়িয়ে "ক্ষুধায় বসে যাওয়া পেট উঠাতে"
পরের ক্ষেতে কতক্ষণ উপোড় হয়ে কাজ করতে হয়।
কতক্ষণ বৃষ্টিতে ভিজলে ফসলের হাসি ওঠে সরকারি মুখে
পানিকাঁটা-জোঁকে কত রক্ত নিলে তাদের চোষার মতো ধান ফলানো যায়!

জানার কথা ছিল.. দিনের পর দিন কত উপোস করলে
সংসদে বসে এসিতে শীতল হবার সম্পদ জমে
কত কত কত...আর কত
আর কত কবি চুপ করে দেখলে জমিন ফেড়ে দুভাগ হবে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:৪৬

শের শায়রী বলেছেন: লজ্জিত আমি। ক্ষমা চাচ্ছি দাড়িওয়ালা মানুষগুলোর কাছে যারা পেটের জন্য রাস্তায় নেমে আইনের কাছে কান ধরে।

২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:৫৩

কূকরা বলেছেন: দুঃখের বিষয় হল এরাই একসময় দেশ চালানোর ষ্টিয়ারিংটা হাতে নিয়ে কচলাকচলি করবে।

৩| ২৮ শে মার্চ, ২০২০ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



এই বয়স্ক মানুষদের এভাবে অপমান করা হচ্ছে কি কারণে? ১ ইডিয়ট ছবি তুলছে, উহা কি হয়?

৪| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ৭:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শিক্ষা আর কুশিক্ষার মধ্যে তফাৎ লক্ষ যোজন | বাংলাদেশে সময়ের সাথে সাথে শিক্ষার হার বেড়েছে ঠিকই কিন্তু এই শিক্ষা যে জাতির কি 'আমড়ার' কাজে লাগছে তা ভাবার সময় এসেছে | সারা বিশ্ব যখন এগিয়ে চলছে, এই সকল কর্মকর্তা এখনো মনমানসিকতায় পাকিস্তান বা বৃটিশ আমলের সামন্তবাদী মানসিকতায়ই পড়ে রয়েছেন ।

একজন বিসিএস কর্মকর্তার কাছ থেকে অন্যান্য শিক্ষিতের চেয়ে আমরা কিছুটা ভিন্ন আচরণ আশা করতেই পারি | তারা জনগণের সেবক হিসাবে দীক্ষা নিয়েছেন - জনগণকে তারা শ্রদ্ধা ও সম্মানের সাথেই দেখবেন আশা করি |

৫| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ৭:৫২

ইসিয়াক বলেছেন: মানুষ এগুলো কিভাবে পারে? প্রতিবাদ জানাচ্ছি।বন্ধ হোক এইসব ....বয়স্ক মানুষদের প্রতি এমন আচরণ নিন্দনীয়।

৬| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫১

নেওয়াজ আলি বলেছেন:

৭| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: Masterda,




সমাজের দিন আনা দিন খাওয়া মানুষগুলো যদি দু'মুঠো চাল কেনার পয়সা যোগাড়ে "বাসায় থাকুন" নির্দেশটি উপেক্ষা করেই থাকেন তবে তাদের সাথে অমানবিক আচরণের যে কোন ব্যাখ্যাই অচল। পেটের দায়ে এসব ছিন্নমূল মানুষগুলো যদি পথে নামেনই তবে তাদেরকে বুঝিয়ে বলতে কি পারা যায়নি ? তারা কি বাংলা ভাষা বোঝেননা ? কড়া কথাই না হয় বলতেন কিন্তু শারীরিক নির্যাতন কেন ?
আগে তাদের পেটের ব্যবস্থা করুন তারপর নিজেদের "ক্ষ্যামতা" দেখাবেন; মাসিক বেতনভাতা সহ যে ক্ষমতা ঐ মানুষগুলোই আপনাদের মতো নির্বোধ-শিক্ষাহীন-অপদার্থ- আহাম্মকদের দিয়েছেন।

ক্লাস এইট পাশ পুলিশ এসব করলে হয়তো মানা যায় কিন্তু একজন বিসিএস করা কারো এসব মানায় না। প্রশাসনের যারা এগুলো করেন বুঝতেই হয়, চরম অশিক্ষিত-অভদ্র এক একটি পরিবার থেকে কোনও ক্রমে তারা এখানে এসে পৌঁছেছেন। তাদের রক্তে পারিবারিক অশিক্ষা-অভদ্রতা এখনও জমাট বেঁধে আছে।

ঐ সহকারী এসি ল্যান্ডকেও কানে ধরিয়ে দুই গাল চড়িয়ে লাল করে দেয়া হোক............।

৮| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



এই ইডিয়ট মহিলাকে ঠেংগানোর মতো কেহ ছিলো না আশেপাশে?

৯| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া বাকিরা সবাই প্রজাতন্ত্রের চাকর।

: হাইকোর্ট

১০| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৩

মধু পাগল বলেছেন: লক ডাউনের মধ্যে জরুরী প্রয়োজনে বের হলে জিজ্ঞাসা বাদ করা হবে কিন্তু পুলিশকে দেখলাম বিনা বিচারে লাঠি পেটা করছে। ইচ্ছামত কান ধরে উঠ বস করাচ্ছে। প্রশাসনের লোকজন ক্ষমতা পেয়ে নিজেদের রাজা বাদশা মনে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.