নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

ভাবনারা আসে ভীড় করে

১৫ ই মে, ২০২০ দুপুর ১:৪১




'ভরা পকেট' দুনিয়ার অলি-গলি কোন পথে কী ধূলি চিনতে সহায় হয়। কোথায় না যায় মানুষ তখন...! নিজের অর্থ খরচ করে পরের চিন্তা কিনে পড়ে, পরের চিন্তা দেখে, পরের চিন্তা জানে-শোনে।

সবখানে সে স্বার্থবাদী... অথচ এই জানার বেলায় নিজেকে রেখে অনাদর- অবহেলায় সে একেবারে উদার বিশ্বপ্রেমিক! বিশ্বদরদী!
অথচ এখানেই হবার ছিল স্বার্থবাদী!

তখন 'খালি পকেট' চেনায় মহাবিশ্বের নিকটতম অথচ কঠিনতম অধরা অজানাকে। পূর্ণ একটা জীবন ভোগের পরেও আধিকাংশ লোকের কাছে যে চিরচেনাটাই হয়ে রয় চির অচেনা, চির অজানা। "আমি কী চাই?" সেটাই জানা হয়ে ওঠে না গোটা একটা জীবনে যাপনের পরেও!

'পকেট শূন্য থাকলে' কিংবা 'সময় ফুরালে' মানুষ ভাবতে বসে নিজেকে নিয়ে। বিশ্লেষে ভাঙে নিজের ভাবনাকে, বিশ্বাস-আশ্বাসকে, শক্তিকে।

তখন সে জানতে চেষ্টা করে,
'সে কী চায়? কেন চায়?

কী পেতে পারত, কী পেয়েছে, আর কী কী পায়নি, কেন পায়নি? কেন এসেছে সে'--এসব তখন তার সমস্ত চিন্তাকে খেপলা জালের মতো জড়িয়ে ধরে। আর তখনি তার চিন্তারা হয়ে ওঠে কঠিন পদার্থের অনুগুলোর মতো আন্ত আণবিক শক্তিতে বলিয়ান।

জীবনের মধু কেবল তখনি অনুভূত হয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ দুপুর ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: জানি না আল্লাহ কি করে মানুষদের সাথে। সবই অনিশ্চিত

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

মাস্টারদা বলেছেন: নিশ্চিত ছিল কবে?

২| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

মাস্টারদা বলেছেন: ❤❤

৩| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: ভরা পেটে সবই ভালো লাগে। ক্ষুধা পেটে সব অসহ্য লাগে।

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মাস্টারদা বলেছেন: একদম, মন্তব্য পড়তে-করতেও অসহ‍্য লাগে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.