নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
হাফ ফুলকপি থেকে গিয়েছিল গত পরশু দিন। গত সন্ধ্যায় সেটা রান্নার জন্য কাটতে গিয়ে দেখি ভেতরে পোকা হয়েছে। সবুজ লম্বা লম্বা পোকা।
রুমমেট ভয়ে ধরেনি। এই বাড়ন্তের বাজারে অনেককে দেখলাম খাবারের জন্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায়ে থাকতে। খাবার নষ্ট করতে মন তাই সায় দেয়নি।
নিজেই লেগে গেলাম পরিষ্কারের কাজে। বেছে পরিষ্কার করতে অনেকটা সময় গেল। কিন্তু এই পোকা পরিষ্কার করতে গিয়ে একটা উপলব্দি হলো। অনেকটা "কুড়িয়ে পাওয়া হীরে"র মতো করে।
মায়েরা এই পোকা বাছাবাছি করে। নিম্ন মধ্যবিত্তের সংসারে মাকে দেখেছি এগুলো হরহামেশা করতে। আব্বার ওপর রাগ করতো তবুও আমাদের মুখে চেয়েই একা একাই পরিষ্কার করে রান্না প্রস্তুত করত মা-ই।
মায়েরা একটা সময় 'মেয়ে' থাকে যারা সবজির পোকা, আরসোলা, কেঁচো, টিকটিকি-- এমনি ছোটখাটো প্রাণিকে প্রচণ্ড ভয় পায়!
কিন্তু সেই 'মেয়ে' যখন 'মা' হয়, জননী হয়, তখন সন্তানের নিরাপত্তার জন্যে বাঘকেও ভয় পায় না!
'মেয়ে' থেকে 'মা'!
পেল অপার অলৌকিক ক্ষমতা!
১৫ ই মে, ২০২০ রাত ১১:১৮
মাস্টারদা বলেছেন: আপনি নারী নন; পুরুষ। নারীরা ভয় পায়! আর সবাই আপনার মতো সাহসী হবেন.. এমনটাও তো ঠিক না।
আমার পয়েন্ট ছিল অন্যখানে। ব্যর্থতা আমারি।
মন্তব্যে ধন্যবাদ।
২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: আমি ভাই এরকম পোকা খুব ভয় পাই।
৩| ১৬ ই মে, ২০২০ রাত ১:২৫
নেওয়াজ আলি বলেছেন: ফুলকপিতে সাদা পোকা থাকে
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২১
মুজিব রহমান বলেছেন: এই পোকা অনায়াসেই ফেলে দিয়ে রান্না করে কপি খাওয়া যায়।