নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

এলে বেলে

১৬ ই জুন, ২০২০ রাত ৩:৩৮




কলাপাতায় দুঃখ নুনে
আকাশ মাটির বৃষ্টি প্রেমে
ডোবার জলে ডুবে মরা ভালোবাসা ভাল্লাগে
না ভাবা সব ব‍্যস্ত কাজের জ‍্যাম জমেছে সেই কবে।
এই অবেলা ভীড় করে--
সভ‍্যতারি শীর্ষে আমার অচিন মনের দূর পাড়ে।
হাফপ‍্যান্টে গুটিসুটি
নামতা পড়ায় হয় না ছুটি
বারান্দারি ডান কোণে..
আমার অচিন গাঁয় মনে।

মাঝ উঠােনে স্রোত ছুটেছে
শ্রাবণ আষাঢ় মিশছে গিয়ে খাল্ জলে_
উজান মুখো টেংরা পুঁটি
নতুন জলে ছুটোছুটি
জালটা আমার ছিপরে ধরে অঝোর ধারে কান্দে রে!
মা গো রে তোর পায়ে পড়ি
ছুড়ে ফেলে হাতের ছড়ি
দে না এবার ছাড় দে রে!
ওপার থেকে বিকেল বেলা
কেওড়া-উড়ার ছড়া ছড়া
যা তুই চাস__ আনবো রে।
দে না আজি ছাড় দে রে!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ ভোর ৪:৪৬

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা । মুদ্ধকর ।

১৭ ই জুন, ২০২০ রাত ১:০৪

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ নেয়াজদা'

২| ১৬ ই জুন, ২০২০ সকাল ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই জুন, ২০২০ রাত ১:০৩

মাস্টারদা বলেছেন: ভালোবাসা জানবেন

৩| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৩১

কল্পদ্রুম বলেছেন: ভালো লাগলো।

১৭ ই জুন, ২০২০ রাত ১:০৭

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই জুন, ২০২০ সকাল ৯:২৭

বিজন রয় বলেছেন: অনেক দিন এমন স্নিগ্ধ কবিতা পড়িনাই।
ঠিক প্রকৃতি, নির্মল আর স্বচ্ছ।

শুভকামনা।

১৭ ই জুন, ২০২০ রাত ১:০৬

মাস্টারদা বলেছেন: উৎসাহ হয়ে থাকলেন।
শুকরিয়া

৫| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:২০

লোনার বলেছেন: ছবিটা কোথাকার?

১৭ ই জুন, ২০২০ রাত ১:০৯

মাস্টারদা বলেছেন: বাংলাদেশের উত্তরের কোনো একখানের হবে। এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না।

৬| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১৭ ই জুন, ২০২০ রাত ১:০৯

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টে ব্যাবহৃত নেচারাল দৃশ্য গুলোর প্রতি আমি খুব উইক। ভালোলা।

১৭ ই জুন, ২০২০ রাত ১:১৬

মাস্টারদা বলেছেন: আসলে কী জানেন, আমি পোস্টে ছবি দেই না; ছবিতে পোস্ট দেই। মানেটা হলো, কোথাও কিছু ছবি, বা এমন কিছু দেখে মনে আসা কথাগুলোকে ছবির সাথে এঁটে দেই আর যে ছবিটা ধারন করা হয়ে উঠে না, তার কাছাকাছি কোনো ছবি জুড়ে দেই। যদিও আমি লেখার সাথে ছবি জুড়ে দেয়া ততটা পছন্দ করিনে। মনে হয়, নিজ সৃষ্টিকে অসম্মান করা হলো।

বাই দ‍্য ওয়ে, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.