নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

আমোদ

২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯




'টিপ টিপ'__তারপর
কিল পড়ে দুদ্দাড়।
টিন চাল মাঠ খাল
আমোদে বর্ষার।

পিঠ কিল পিঠ কিল
এক কিলে দাঁত খিল্।
তরু মরুৎ লড়ে যায়
সব্বার খেতে ভয়
বাতাসের জোর কিল।

আমি ভাই মেরেছি
গোটা চার তিনটা
মেঝো মেঘের কিলে গেছে
কলা পাতার কানটা।

গুড় গুড়, গুড় গুড়
গুড়ো মেঘের বান সুর
ঈশানীর মুখ ভারে
বজ্রের চড়া শূর।

রিমঝিম রিমঝিম
শামুকের সব ডিম
ফুটে গেছে বর্ষায়
ওদিকে তো ওই ঠায়
কুনোর বাসাটা ভেসে
'উঁয়ো উঁয়ো'__ কাতরায়।

খলবল খলবল
কই পুঁটির সার চল
ব‍্যাঙেদের ঘ‍্যাঙ ঘ‍্যাঙে
ধরে আসে কানটা
পুঁটির গুঁতোতে গেছে
বুড়ো ব‍্যাঙের ঠ‍্যাঙটা।

'হিশ্ হিশ্'__ ফিসফিস
ওই দেখো আশীবিষ
'চুপ চুপ'__ সবটা।
'ওর এখন বিষ নেই
দাঁত নেই, ফোঁস নেই
দেখো ভোঁতা লেজটা!'

খই গাছ ব‍্যাঙ মাছ
সবে মিলে ভিজবে
আমি শুধু হলে বা'র
মা নাকি বকবে।

পথ‍্যেটা খুব তেঁতো
জোর করে গিলে নেই
জ্বর-কাশি গেলে মিশি
পথে-মাঠে ভিজবোই।

জানালায় বসে বসে
খেলা দেখি বর্ষার
অসুখের এই ভিড়ে
কী আর আছে করবার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:২২

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর। প্রানবন্ত।

৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

ইসিয়াক বলেছেন:

চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.