নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

সময়

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪২



-হ‍্যালো...! জেগে আছিস?
আলমগীর! চিনতে পারছিস?
___ব্যাক বেঞ্চার
বুদ্ধি-স্বাস্থ্যে স্থুলতায় দামড়া বলতো যারে কয়সার স্যার!
-হ্যাঁ, হ্যাঁ...হাসছিস! যাক; তাও তো চিনেছিস!
চেনা চেনা মুখই তো এখন চিনে নেয়া দায়
যাগগে, আসি কাজের কথায়__

জানিস, গত কদিন ধরে আমার ঠিক ঘুম আসছে না
ঘুম আসছে না অস্বস্তিতে__
তুই বলবি ডাক্তারের কাছে যেতে
ডাক্তার কী আর আছে রে সেই জাতে?
পায়ের ব্যথায় হার্টের সার্জারি...
লাশের অপারেশন করে চুপিসারে, তাড়াতাড়ি!
তারপর হাসপাতালের বিল, ওষুধের দাম
স্পেশালিস্টের স্পেশাল নজরানা মিলে... ভিটেবাড়ি!

শোন না.. রোগটা মনে হচ্ছে তেমনটা না
-"সকালে বলবো..." না না, বেশিক্ষণ লাগবে না।
তোর তো এখন অ..নেক নাম
তরতরিয়ে চড়েছে সাথে সময়ের দাম!
-হ্যাঁ হ্যাঁ, দ্রুতই বলছি।

সময় থাকতে আসলেই দাম বোঝা দায়!
ঘুম হচ্ছে না আসলে অস্বস্তিতে__
অস্বস্তিটা আসলে একটা খুনের... না না
আঁতকে ওঠার মতো খুন সে না!

"পুলিশের কাছে...।" হা হা হা...উঁহহো...উঁহহো
(কাশির ধমক সামলে)...বয়সকালে হাসাটাও কষ্টের_
পারলে তো ওরা আমায় রিওয়ার্ড দেবে
এই যুগে অন‍্যায় করে গ্রেফতার হয়, শুনেছে কেউ?
পরোপকারেই কেবল ওদের হাতকড়ার নজরানা, খাতির তো ফাউ।
এই শহরে বিবেক বাঁচে না রে।
শহর জুড়ে ফ্লাট বাড়ি বিবেক বেচা টাকায়
মন ছুঁতে চায় চাবির গোছা
বিবেকটা তাও খোঁচায়!

-বলছিস..."সকালে হাঁটতে গেলে কমে...?"
ঝামেলা তো শুরু ওইখানেই...
সেদিন সবে সকাল বেলা..
খানিক আগে মুষ্টিকতক বৃষ্টি চুমে গেছে মাটির বুক।
তাতে ওর মনটা ঠিক যেন ভিজে ওটেনি।
মেঘে-মাটিতে তখনো তাই চলছিল মান অভিমান।
তেমনি সময় পথের পরে কুড়িয়ে পেলুন__
সোনা নয়, মানিক নয়, ম‍ানি ভরা ম‍ানিব‍্যাগও নয়...
মুক্তোর মতো ছড়ছড়া ফণীমনসার একটা ছড়া!
কী যে সুন্দর তাদের হাসি...!
-যা বলেছিস..."গাছ পাগল" খেতাবটা তো এমনি হয়নি!
এখন বয়স ষাটের বাড়ি__
এখন কী আর আগের সেই চনমনে চলতে পারি?

তারপর জানিস, রেখেছিলাম সেটা পানির টবে
বেচারা আধমরা হয়েছে, পঁচেছে পানির চাপে।
নিজে আমি খুন করেছি ওকে
যদি ওকে দিতুম আরেকটু সময়__
তুই বল, আমায় ছেড়ে এই অসময়
'ও কী এমনি করে ঘুমায়?'

ফোনের শব্দে ছুটে গেল ঘুম...
স্বপনের ঘোরে বাস্তবে আসি আসি করেও নেই মন;
ফোনের ওপাশে বললে আব্বা___
"তোমার বন্ধু, আলম, আর নেই!"

কাজে-ক্লান্তিতে হয় না দেখা আট আটটি বছর
এ ক'দিনে সুযোগ হয়নি, পুছি অন্তত অসুখের খবর!
বাস্তবে না সই, যেতে যেতে বলে গেল স্বপনে
সময় না দিলে অসময়ে এমনি ঘুমায় প্রিয়জনে!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: বাহ!!!

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: অসাধারণ!
খুব ভালো লাগলো।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৩

মাস্টারদা বলেছেন: খুব খুশি হলাম।
ধন্যবাদ

৩| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

ঘরহীন বলেছেন: কিছু কবিতার অন্তর্নিহিত ভাব কাব্যিকতার চাইতে বড় হয়ে ওঠে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৩

মাস্টারদা বলেছেন: যেমনে ভোরের রোদের হাসি।

ধন্যবাদ

৪| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

ঢাবিয়ান বলেছেন: অসাধারন আপনার লেখনি। অসম্ভব ভাল লেগেছে কবিতাটি। লেখার মাঝে ভাল লাগার এক আবেশ তৈরী করার ক্ষমতা নিয়ে সবাই জন্মায় না। ব্লগে আপনার লেখা জারী রাখার অনুরোধ রইল।

ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ মাঝে মাঝে অসাধারন কিছু কবিতা বা গল্পও স্টিকি করতে পারে। ভাল লেখা প্রমোট করা উচিৎ । তাছাড়া শক্তিশালী লেখক ভাল পাঠকশ্রেনী তৈরী করতে সক্ষম।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৬

মাস্টারদা বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। যখন সময় সাথী না হবার বায়না ধরবে...আপনার মন্তব্য তখন ওষুধ হবে।
অনেক অনেক ভালোবাসা।

৫| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.