নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

বেমানান

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯



দিগন্তে সাঁঝ ঘনায়ে আসিছে
আরিবের রঙে রাঙিয়ে,
ঝরা বকুলের ছিন্ন মালায়
মন-মন্দির ভরায়ে।

দূর মীনারে মোয়া'জিনের
প্রিয় হারানো সুরে,
নিতে চায় মোরে
ধরাধাম ছেড়ে__
সুদূর থেকে বহুদূরে।

সকাল সাঁঝে যে সুর বাজে
মম বক্ষ পিঞ্জরে,
তুমি এসে সখা
কুহকে দেখা
বদলে দিলে শিঞ্জনে।
ব্যথিতের ব্যথার ব্যঞ্জনে।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় স্তবকের শেষ লাইনটিতে 'সুদূর' এর বদলে শুধু 'দূর' দিলে বোধকরি ছন্দটা আরেকটু ভাল মিলতো।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

মাস্টারদা বলেছেন: অনেক ধন্যবাদ শুধরে দেবার জন‍্যে।
আসলে এটা ছ বছর আগের লেখা। সম্প্রতি খুঁজে পেলাম। পোস্টানোর আগে ভেবেছিলাম "বহু"টা বাদ দিলে ভালো হবে। কিন্তু তাতে আগের 'আমি'কে অস্বীকার করা হচ্ছে দেখে আর হয়ে ওঠেনি।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রকৃতিকে নিয়ে লিখছিলেন ভালই ছিল।ধর্ম এনে এলোমেলো করে দিলেন।সাহিত্যে যখনই ধর্ম নিয়ে আসবেন তখন সেটা আর সাহিত্য থাকেনা ধর্ম প্রচার হয়ে যায়।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল লাগল

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

দেশীচাই এগ্রো প্রোডাক্টস বলেছেন: একটা দুরের হাতছানি আছে। ভালো লাগল।

মঈনুল ইসলাম
দেশীচাই এগ্রো প্রোডাক্টস।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত ভাবনা

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩

শোভন শামস বলেছেন: কবিতা লিখা চলতে থাকুক।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.