নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
সংসার সীমান্তের কাঁটাতারে জিতে
ত্রিভুবন পারের বাসিন্দা অপু আজ
মালা গলে দেয়ালের আরশিতে..
সোয়াতি-শান্ত-সোরাই-সৌমিতে।
হয়েছে অবসান
লড়াইয়ের ঘ্রাণ
মজ্জা মেজে ফেরে শোকের বাতাস,
চঞ্চলের আয়োজন
দু'দিনের যাপন
পথের পাশে পড়ে পোড়া-মাড়া-ঘাস।
অন্যের দুঃখে হাসি
তবুও__'সুখে ভালোবাসি!'
নেই যেন মাের কোনো জম,
ব্যথিতের ব্যথায় যে প্রাণ
জীব-জড়ে জেনো তারি শুধু গান
তবেই হবে সুখি, দম প্রতি দম।।
২| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: হৃদয়মথিত কবিতা।
ভাল লেগেছে। + +
৩| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
সৌমিত্র এর প্রতি শ্রদ্ধাঞ্জলী
৪| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ভালো মানুষ ছিলেন। অহংকার ছিলো না।
৫| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সৌমিত্র কে আমি এতটাই পছন্দ করতাম, বলার মত না। তার আবৃত্তি মন্ত্রমুগ্ধের মত শুনতাম। খুব খারাপ লাগছে। পরপারে ভালো থাকুন প্রিয় অভিনেতা।