নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০১

ক. ছেলের মাথায় গোবর পোরা; আর পাঁচটা ছেলে-পুলের মতো চট্ করে সব কিছু বুঝে উঠতে পারে না বটে বুঝিয়ে দিলে ধরতে পারে।
তবুও ডাক্তার বাপে পোলারে মানুষ মনে করে না। বকা-ঝকা, মার-ধর___এমনকি পরিচয় দিতেও কুন্ঠিত হন ক্ষেত্র বিশেষে।

খ. দিন দশেক আগে তিনি স‍্যূট বানাতে দিয়েছিলেন একটা নামকরা ব্রান্ডের দোকানে। ফিটিংস তার পছন্দ মতো ঠিকঠাক হয়নি। সেজন্যে কারিগরকে ফোন দিয়ে এক হাত নিয়েছেন।

"এত দিন ধরে কাজ করছেন...! আর এমন ছ‍্যাচড়া-মার্কা ভুল!" রাগে গজরাতে থাকেন। "কারিগর তো না____ঠেইঙ্গা কারিগর।"

"স‍্যার!"___ বিনয়ের সাথে বলেন কারিগর। "এখন এই ট্রেন্ডই সবাই পরছে। ভেবেছি আপনার ব‍্যক্তিত্বের সাথে সবচেয়ে যাবে।"

মাতব্বারির জন‍্যে আরো কড়া কিছু কথা শুনিয়ে দিলেন কারিগরকে।



শালা ধার্মিক!___ না না 'ঠেইঙ্গা ধার্মিক!'
'সামান খারাপ' তো একখানে দোষ কারিগরের, অন‍্য খানে পণ‍্যের! কোনদিক দিয়ে কাণ্ডজ্ঞানের কথা এইটা?

এক কারিগর তো অনাদিকাল থেকেই গড়ছে। সেই কিনা তোমার অর্ডারি মালে দু'নম্বরি করে "গোবর" দিয়ে ভরেছে! ধরতে হলে সেই কারিগরকেই ধরো। সাহস থাকলে সরাসরি কারিগরের বিরুদ্ধে অভিযোগ জানাও।

মামলা-মোকদ্দমা-জালিয়াতির অভিযোগ____যা যা করার ইচ্ছে কর।
সেজদা-মোবাইলে নাকি পূজার-অঞ্জলিতে-করজোড়ে, হাটু মুড়ে চক্ষু-মুদে____কত উপায়ই তো আছে।

আসল কথাটা হল যার দোষ তাকে ধরো। পণ‍্যের ওপর রাগ করা ছাড়ো।
পণ‍্যের ওপর রাগ ঝেড়ে তো কোনো লাভ নাই। হিতে বিপরীত হয়।

আর যদি সত‍্যিকারের বিশ্বাসী হই তো বিশ্বাস করতেই হবে ____ ওই কারিগর তোমার চেয়ে যুগের ট্রেন্ড অনেক অনেক অনেক... বেশি ভালো বুঝেন। তোমার ওই 'গত প্রজন্মের ব্রেন' দিয়ে বর্তমানকে ডিঙায়ে ভবিষ্যৎ বোঝা সম্ভব না। যা গড়েছেন বুঝে শুনে গড়েছেন_____ এই বিশ্বাসে হয় বিশ্বাসী।
কপালের কালো দাগে কী এসে যায়, যদি মনেই বিশ্বাস না থাকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের লাইনে মূল কথা পরিস্কার।

বিশ্বাস অনেক বড় জিনিস।

২| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আমার কোনো মন্তব্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.