নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
'ভোলানাথের'___তোমাদের কার মনে আছে?
ফোঁটা-খানেক শান্তিতে যে গোটা জীবন বেচে দেছে!
এই সেদিন হলো দেখা ধান- সোনালীর মাঠে
'কান-ছেড়া বৃষ্টি' দুপুরে ভিজে জুবু-কাক হয়ে আছে।
শুধিলেম, "ঠাকুর! ইদানিং দেখা মেলা ভার
মসজিদে নেই, সরকারে নেই __শরীরও তো হাড্ডিসার!
ধর্ম নাড়ালে ফ্রান্স, বাইডেন জিতেছে পশ্চিমে
করোনা নিচ্ছে কেড়ে প্রবৃদ্ধি-দূষণ-কার্বনে, কোনখানে
তোমার মন-কারখানের চাকা___
কেন তুমি বাপু হলে নিশ্চুপ? নগরে বাঁচিবে একা?"
চিকচিকে চিবুকে হাসির তুলিতে বললে,
"ভাই রে ভাই!
আমি হতাশার তাঁতে নাই___
নিরাশার সুতোয় সুতোয় আশার চাদরে বুনি
দুর্দিনে সরকারে গালি নাই ঠিকি___
সঞ্চয়ের সব শৌর্যও তারে দেইনি আনি।"
* * *
শোন রে মেরে লাল___
কোনো এক বিকেলের কপাল ফুঁড়ে ক্লান্তিরে মেলি আকাশে
ফোঁটায় ফোঁটায় শীতল বারিষে যদি ছুয়ে যেত গাল!
মনোমাঝে তবুও ফুটপাতের ফুটো পলিথিন_
দিনাজপুরের দীন-দুঃখী কৃষকের মাঠ-পাকা ধান।
মনে ভাবি, জনপ্রতি যদি বর্ষাও যেত কেনা
গরীবের মাঠে ধান তাহলে তো আর ভিজে গজ হয় না!
নতুন ভাবিতে সেজদায় খোদারি গেয়েছি গান
গরীবের যে মাঠে গাছ-পাকা ধান!
* * *
জানি রে__চা'য়া চা'য়ির চরকায় চড়বে না ঈশ্বরের ইরাদা
তবুও তো ভাই "ভালো ভাবনায়, নাই-কোনো দোষ নাই"___
বলছে না কেউ "শালা বাঞ্চোৎ! ভণ্ডের পেয়াদা।
গেল গেল ধম্ম গেল, তবু শালার নেই কোনো রা।"
ভুল করে নই দুঃখী নই__
ভুলের পাল্লাতেই বড় প্রমাণ__"আমি হাম্বা-মন্ত্রী-তন্ত্রী-নেতা নই।
পথের পিচ্ছিলে পড়ে যদি পথেই পড়ে থাকি
সেটাই তো 'বড় ভুল'___ যদি ফিরে নাহি উঠে হাঁটি!
ভুলেরে ভুলে যদি সত্য বলে 'বলি'
সত্যের চাপে লেপে সব গুণই হবে কালি।"
* * *
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: মনে হলো যেন সুকুমার রায়ের লেখা পড়লাম।