নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

অ‍্যানোনিমস

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৪০




রূদ্ধশ্বাসে ছুটেছি শুনেই হৃদপিণ্ডেরে মুষ্টি ভরে
এও কী সম্ভব!___ এও কী হতে পারে!
উদীচীর নীর উল্কায় নাকি শুকায়ে দেবে সুজলারে!

প্রভাতীর করে মজলুমের মোড়ে
রোদের পৃষ্ঠে পড়ে গিয়েছিলাম__চা খাবো বলে।
খরবটা নেত্রপত্র তখনি দিলে___

সবারে সমাকারে দু'খে-সুখে গাঁথা "এক-করে"
মালারে মেলাবারে সেই যে মাও-য়ে জান দিলে
তারাই নাকি মা'র বানে আজ
আইল দিতে 'যুঝি যুঝি' সাজ!
খুন দন্তে ওই জীবন্তিকা হাসে হিমালয়ে চড়ে খিলখিলে।

* * *

বানের পানিতে ভাসায়ে মালার পুঁথিরে সায়রে
জিষ্ণু জীমূত জিলকি জ্বলে জরার জীয়নকাঠি শিউরে।
আঁধারের দামে আনবে কিনে___দামিনী,
নিম্নাঙ্গ-মধ‍্যমাঙ্গ, গণ্ড-গ্রীবা-উপাঙ্গ, সব
হয়-হোক শুকায়ে____মরুভূমি!
এও কী ভাবা যায় ___
নদী-মাতা খরা-রোদন-রোলে বর তুলে বিলাপে___'হায় হায়!'

ঠিক পরেই শুনি মর্মপুরীর কথা__
লক্ষ‍্য মিছিল মুষ্টিবদ্ধ উদ্ধত দাঁড়ায়ে সেথা
স্লোগানটাও নাকি দিয়েছে যাত্রা ফুসফুস হতে ওষ্ঠ পানে
শুনেই রোমে রোমে আমার কাঁটা-দিয়ে দাঁড়ায়ে জনার্দনে।

* * *

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.