নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
কী আশায় আমি তোমায় বিশ্বাসিব মিছে?
আমার ধেনু গেছে, মনের খুশির রেনু গেছে
দোনে গেছে ধানে গেছে, পুকুর-ডোবার মীনে গেছে।
নাঙল জোড়া জোয়াল গেছে, গোলে ছাওয়া গোলায় গেছে
চাষের মাঠের হাসি গেছে, গাঁয়ের সে মিল-মহৎ গেছে;
উন্নয়নের লাল নয়ানে তাড়ায়ে পরবাসে__
কী আশায় শহর তোমায় বিশ্বাসিব মিছে?
ইয়ারে যখন হিয়ারে ছাড়ি টাকার আশ্বাসে__!*
* * * * * *
শান্ত নীড়ের আশায় গেছে গাছ ভরা গাও-গ্রাম
সুখের পিঠে দু'খ সওয়ারী, ফেরারি বিশ্রাম।
আমার শান্তি গেছে, সুখও পিছে, ___
উথাল-পাতাল, পাল তোলা খাল-শান্ত সেতুর নিচে
তোমার পিচ পথেতে কান্দে আমার কাঁঠাল-চাঁপা নিপে।
ঠাকুর মশাই গান ধরে না,
এ'তার-দোতার দোল তোলে না
ভাষা আমার কাঁদছে উদোম সংস্কৃতির গ্রাসে।
কোন সে আশায় শহর তোমায় বিশ্বাসিব মিছে?
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।
সহজ সরল ভাষা। আবেগ আছে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫
এম ডি মুসা বলেছেন: বিশ্বসিব শব্দটি সমাস বদ্ধ বাহন করে, আমার কাছে তো মনে করে নি, জানা থাকলে অভিধান জানান ?
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬
এম ডি মুসা বলেছেন: বিশ্বাসিব শব্দটি সমাস বদ্ধ বাহন করে, আমার কাছে তো মনে করে নি, জানা থাকলে অভিধান জানান ?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর