নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
অধিকাংশই শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলির ছবি শেয়ার করছেন, কিন্তু শহীদ পরিবারের খোঁজ কেউ নিয়েছেন ___এমনটি চোখে পড়লো না।
কেউ কেউ তো দেখি ঘটা করে প্রচার করছেন "ভাষা যে আমার বিভিন্ন ভাষার শব্দকে আশ্রয় দিয়েছে" সে কথা। পৃথিবীর কোনো ভাষাই একা একা চলতে পারে না। তাকে অন্য ভাষার কিছু কিছু শব্দকে তার আশ্রয় দিতে হয়, আবার কিছু কিছু শব্দকে ধারও দিতে হয়।
একা একা যেসব ভাষা চলে তারা হয় মরে নয়তো ধোলাইখালের রূপ ধরে।
মাঝে মধ্যে আমাদের ভুল হতেই পারে। কিন্তু ডিগ্রীধারীরা যখন অবিবেচনা প্রসূত কথা বলেন/শেয়ার করেন তখন আসলেই খারাপ লাগার বিষয়/ভাবনার বিষয়।
আর আক্ষেপের কথা হল____পৃথিবীর আর কোনো জাতি নিজেদের ভাষা, নিজের সংস্কৃতি, নিজস্বতা নিয়ে এতটাই মূঢ়ভাবে কুশিক্ষাবশত শুধুমাত্র নিজের স্বার্থের বশবর্তী হয়ে এতটা উদাসীন, এতটা অবজ্ঞা করে___এমন কথা আমার জানা নেই।
এতটাই মূঢ় মন তাদের যে_____
নিজের সংস্কৃতি, নিজের ভাষাকে অহেতুক কৌতুক/অবজ্ঞা করা নিজেকে অপমান করা, নিজের মাকে, পূর্ব পুরুষকে অপমান করা/অবজ্ঞা করার সামিল___সেটাই তারা বোঝে না। এতটাই হাতভাগা!
বিঃদ্রঃ ছবিতে ১৯৭৪ সালের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবুল বরকতের মা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৫
মাস্টারদা বলেছেন: "তুমি অধম, তা বলিয়া আমি উত্তম হইবো না কেন!"
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬
শাহিন-৯৯ বলেছেন:
প্রথমে কথা হচ্ছে, ভাষা শহীদদের পরিবারদের দেখা, খোঁজ-খবর দায়িত্ব সরকারের, সাধারণ মানুষের নয়।
দ্বিতীয় হচ্ছে, বাংলা ভাষায় যদি ফার্সি, সংস্কৃতি, ইংরেজিসহ অন্য ভাষা প্রবেশ না করতো তাহলে এখন যে ভাষা আমার চর্চা করি তা কখনোই সম্ভব হতো না। জাতীয় কবি নজরুলের কবিতার সেীন্দর্য কিন্তু অন্য ভাষা কবিতায় প্রবেশ করানোর কারণেই।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
মাস্টারদা বলেছেন: খোঁজ নেয়া যদি সরকারের হয় তো ভাষার সব কৃতিত্বও সরকারের হয়। যাইহোক আমি বলছিনে সেইভাবে খোঁজ নেবার কথা। আমি বলেছি তাদের সম্পর্কে আমরা জানি ক'জন? কতটুকুইবা জানি?
এই জানার অভাবেই কিন্তু নতুন প্রজন্ম ভাষা আন্দোলনকে বলে___ "হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল।"
অন্য কথাগুলো দারুণ বলেছেন।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২
মিরোরডডল বলেছেন:
এই দুর্লভ ছবি কোথায় পেলেন !
যার যায় সেই বোঝে ।
ওনার মনে নিশ্চয়ই সন্তান হারানোর অনেক কষ্ট কিন্তু একইসাথে উনি একজন ভাষাসৈনিকের গর্বিত মা ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
মাস্টারদা বলেছেন: ফেসবুকের গ্রুপ "বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ"। সেখানে অনেক দুর্লভ ছবি শেয়ার করে, যোগ দিতে পারে।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৮
ঢুকিচেপা বলেছেন: অল্প কথায় খুব সুন্দর লিখেছেন।
আসলেই আমরা কেউ তাদের পরিবারের খোঁজ নিইনি। দীর্ঘদিন খোঁজ না নেয়াটা অভ্যাস/স্বাভাবিক হয়ে গেছে।
দূর্লভ ছবি দেখে ভালো লাগলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪০
মাস্টারদা বলেছেন: ভালোলাগায় লাগল ভালো।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: একদম আসল কথা বলেছেন?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫
মাস্টারদা বলেছেন: ভালোবাসার @নুরু ভাই
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬
এমেরিকা বলেছেন: আবুল বরকত ভাষা আন্দোলনের সাথে কোনভাবেই জড়িত ছিলেন না। তিনি সে সময়ে ঢাকায় এসেছিলেন চিকিৎসা করতে। ঘটনাক্রমে পুলিশের বুলেটের সামনে পড়ে যান এবং নিহত হন। তিনি কোন আন্দোলনকারী ছিলেন না - ছিলেন নিরীহ পথচারী।
আমাদের কারো পরিবারের খোঁজ নেবার দায় নেই। আমরা যখন চরম সাহসিকতার কোন কাজে জড়িয়ে পড়ি, তখন প্রিয়জনের মায়া তুচ্ছ করেই বেড়িয়ে পড়ি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪০
মাস্টারদা বলেছেন: দায় কেউ দেয় না, বোধ থেকেই জন্ম তার। আর হ্যাঁ____যা কিছু হয়েছে পৃথিবীতে তা ওই ঘরকে ছেড়ে পরকে আপন ভাবার জন্যেই।
আমার কেউ না____ তা বলে আমি তার নিমক তো খাওয়া বন্ধ করছি না। নিমকহারাম হই কী করে?
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সবাই এখন আত্মকেন্দ্রীক...