নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

মুভি পর্যালোচনা। Detachment (2011)

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬



মুভি রিভিউ ঠিক বলা যাচ্ছে না। যে বাটখারায় মুভির রিভিউ মাপা হয় তার কোনো কোয়ালিটি আমি ধারণ করি নে। শুধু অনুভবের জিনিস গুলো তুলে ধরার বাসনা। যাইহোক, মুভির প্রধান কুশীলবের একটা উক্তিতে শুরু করা যাক।

"অল উই হ‍্যাভ প্রবলেমস! উই অল হ‍্যাভ থিঙ্কস দ‍্যাট উই আর ডিয়েলিং উইথ।"

সবাই কোনো না কোনো সমস্যায় আছে। মা, ছেলে, বাবা, বন্ধু, ভাই___সবাই। সবাই কোনো না কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেই।
ছোট্ট ছেলেটা হয়তো বাবার স্ট‍্যাটাসের শাসনে পছন্দের জাঙ্কি স্টাইলে ঘুরতে পারে না। বাপ থাকে অফিসের প‍্যাড়ায়। মা থাকে ছেলে মানুষ হবে কি না ___সে ভয়ে।

ছোট ভাই হয়তো অগ্রজের সমান পড়ায় পেরে ওঠে বলে অলিখিত অপ্রকাশ‍্য চাপে।
এই চাপ সবার।

তাই বড়রা খেয়াল করুন আপনার সেই চাপ ছোটদের উপরে অবচেতনভাবেও যেন না দিয়ে দেন। আপনার থেকে অনেক অনেক কম তার প্রেসার নেবার ক্ষমতা তাদের।

পিঁপড়ার কাছে আপনার ফু, সিডরের সমান ঘূর্ণিঝড়!
সবাইকে সবার মতো করে ভাবতে পারাই ম‍্যাচিউরিটি। অন‍্যের সমস্যা নিজের মতো ভাবা বোকার বৈশিষ্ট্য।

ছোটদের জন‍্যে...
সব সময় সব পরিস্থিতির সাথে মিশে যাবার চেষ্টা করো।
ট্রাই টু "Ubiquitous Assimilation." That means ___Always Absorbing Everything Everywhere All The Time.
যদিওবা শেয়ার করার কেউ না থাকে, ডায়েরি লেখার অভ‍্যাস করো। বিলিভ মি... ইউ উইল হ‍্যাভ ইওর রিলিফ দেয়ার। তোমার ডায়েরিই তোমার বন্ধু হবেই হবে।
আর পড়ার অভ‍্যাস করো। যা পড়তে মন চায়। ওটাই আমাদের রক্ষা করতে পারে। ...পড়ার অভ‍্যাস



এ কথাগুলোই মুভির ম‍্যাসেজ। ছোটদের দেখার রেকমেন্ড নাই। বড়দের জন‍্যে... বিশেষ করে যারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিহ্নিত, আগামী প্রজন্ম নিয়ে চিহ্নিত যারা___ তারা দেখতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৫

রাজীব নুর বলেছেন: হ্যা দেখব। লিংক দেন।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

মাস্টারদা বলেছেন: https://openloadtv.co/movies/detachment/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.