নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম

১৯ শে মে, ২০২১ দুপুর ১:২৩



শকুনের মতো রক্ত চুষে তৃপ্তি ঢেকুর তুলছে গৃধ
ভাঙা পায়ে ওই এক হাতে উড়ে ফিলিস্তিনের স্বাধীন নিদ।
উড়িছে গৃহ টুটিছে স্বপন শক্ত করিয়া সাহস ভীত
কচি হাতে উঠে তর্জনী তীক্ষ্ম কচি মুখে বোলে মুক্তি গীত।

ডুলিছে তরী ছিড়েছে পাল মাস্তুল ওই ভাসছে খুন
খেয়েছে জল শিখেছে সাঁতার এ যাত্রা ঠিক জয়ের তুণ।
সাদা হয়ে আছে সৌদি শকল খঞ্জরে-তুর্কি মরেছে ধার
কে আছো? বীর? জগতের নীর খুনে খুনে লাল কোল যে মার।



কে আছো, জাওয়ান!__ ভুলে অভিমান মাস্তুল করো উধ্বাহু
ফিলিস্তিন নয়, মরিছে মানুষ। মানুষ কী হয়? যে আজ চুপ রাহো!
পাঁচ মাসে পোলা মায়ের গলা পায় না খুঁজে কাঁদবে আর
বাপ-ভা'য়ে-মা'য় বোন যে আজ গোর বিছানায় নিদ আঁধার।

ঈদ হেসেছে কচি ঠোঁটে ওই বয়স হবে তার বছর আট
তিন বোনেই আজ ঘুমায়েছে চির মাথার পরে ভেঙে বাড়ির ছাদ!
কে দেবে জবাব! সান্ত্বনা, তুমি পাবে বলো কোন জুরির রায়
মানুষ হয়ে দেখ্ মারছে মানুষ খুন দন্তে হাসে ওই হায়েনারাই।
* * *

(Yet to end)

#FreePalestine
#StopEthnicCleansing
#StopIsraeliTerrorism

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: ইশ বাচ্চাগুলি জানতোও না যম তাদের পিছে এসে দাঁড়িয়েছে।

এই শিশু হত্যা, মানুষ হত্যা বন্ধ হোক। সারা পৃথিবীর মানুষেরও কি কিছুই করার নেই?

২| ১৯ শে মে, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: কবিতাটা খুব ভালো হয়েছে।

৩| ১৯ শে মে, ২০২১ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না কিছু। বিশ্বের মানুষ এমন মানুষ হত্যা দেখেও চুপ করে আছে কেন।

সুন্দর হয়েছে

৪| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১২

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধতা একরাশ

৫| ২০ শে মে, ২০২১ রাত ১২:০১

কামাল১৮ বলেছেন: আমরা যেমন চুপ করে আছি ইয়েমেনে শিশু হত্যা দেখে,অফগানে মসজিদে ও স্কুলে হত্যা দেখে।

৬| ২০ শে মে, ২০২১ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এরকম চলতেই থাকবে। বিশ্বের কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটেই চলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.