নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

শাস্তি (গল্প)

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪২



গাধা একদিন বাঘকে বলল, "শোনো হে ভায়া! ঘাসের রং কিন্তু নীল।"

___"না! ঘাসের রং তো সবুজ।" সন্দিগ্ধ চোখে উত্তর দিলে বাঘ।

এই ঘাসের রং নিয়ে কিছুক্ষণের মধ্যেই দু'জনের আলোচনা প্রথমটায় কথা কাটাকাটি, যুক্তি পাল্টা যুক্তি, তারপরে এক সময় তা তুমুল তর্কে রূপ নিল। শুধু হাতাহাতিটাই বাকি থাকল। শেষমেশ রাসভে-শার্দূলে মিলে সিদ্ধান্ত নিলে যে বনের রাজাই একাই এই সমস্যার সমাধান দিতে পারবেন। আর যে সিদ্ধান্তই দিক না কেন __দু'জনেই মেনে নেবে। এই মনে দু'জনে রাজ দরবারে রওনা হল।

রাজ দরবারে পশুরাজের কাছাকাছি পৌঁছনোর আগেই গাধা হাকডাক শুরু করে দিল। ____"মহারাজ! মহারাজ! আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

___"হ্যাঁ, ঘাসের রং নীল।", শান্ত নির্লিপ্ত গলায় উত্তর দিলেন মৃগরাজ।

রাসভ তাড়াতাড়ি পশুরাজের কাছে পৌঁছুলে এবং বলতে থাকলে _____"মহারাজ! বাঘ আমার কথা কিছুতেই মানছে না। খালি তর্ক করছে। আর আমাকে জ্বালাতন করছে। আপনি ওকে শাস্তি দিন।"

বনপতি তখন ঘোষণা করলেন, "বাঘকে ৫ বছর মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা তখন খুশিতে লাফাতে লাফাতে বলতে লাগল___
"ঘাসের রং নীল, ঘাসের রং নীল।
ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

এই বলতে বলতে সে চলে গেল।

বাঘ শাস্তি মেনে নিল। কিন্তু মৃগেন্দ্রর মতো এত বিচক্ষণ নৃপতি এমন মিথ‍্যে অভিযোগের বিচার করবেন? শাস্তি দেবেন? ___এটায় তার মন খচখচ করতে লাগল। তাই সে সিংহকে জিজ্ঞাসা করল,_____"মহারাজ! আপনি তো জানেন যে ঘাসের রং সত্যিই সবুজ।"

___"হ‍্যাঁ, ঠিকই।" বিরস মুখে বললেন পশুরাজ। "ঘাসের রং সবুজই বটে।"

___"তবে যে আমায় শাস্তি দিলেন?"

____"তোমাকে শাস্তি দেওয়া হয়েছে ঘাসের রং সবুজ নাকি-নীল, সেইটের 'পরে ভিত্তি করে নয়।" খানিকটা উষ্মাভরেই বললেন মৃগরাজ। "শাস্তি দেয়া হয়েছে তোমার কর্মের জন‍্যে। তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণিটি যখন আস্ত একটা উজবুকের মতন একটা গাধার সাথে অযথা তর্ক করে সময় নষ্ট করে আবার সেই বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করে তার তো ৫ বছরের মৌন ব্রতের শাস্তি লঘু হয়ে যায়। তার তো ফাঁসি দেওয়া উচিৎ!"

মূলকথা: Arguing with a FOOL only proves there are TWO.
লেখক অজ্ঞাত।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



পশুরাজ্যে কোন পশুটি কম বুদ্ধিমান এবং কোন পশুটি বুদ্ধিমান সেটা মানুষ জানে! সেটার উপর নির্ভর করে আদি লেখকেরা এসব লিখেছেন; এগুলো আজকের মানুষের লজিকে মানব চরিত্র ব্যবহার করে ভাবার সময় হয়েছে অনেক আগেই; পুরাতনকে জড়ায়ে ধরে বসে আছেন কেন?

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫

মাস্টারদা বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

২| ২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



আজকের সাহিত্যে আমাদের মতো সাধারণ মানুষের জীবন প্রতিফলিত হওয়ার দরকার।

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৭

মাস্টারদা বলেছেন: সেটাই। পিপাসা লাগলে কাচের গ্লাসে পানি খেতে হবে। অন‍্য কিছুতে খেলে পিপাসা মিটবে না।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২২

আহমেদ জী এস বলেছেন: Masterda,



বাঘের শাস্তি একটু কম হয়েছে। ফাঁসি হওয়া উচিৎ ছিলো ...........

৪| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: গল্পের ছলে সঠিক বোধ-উপলব্ধি। ঈশপের গল্পগুলো ছোট-বড় সবার জন্যই সবসময়ের জন্য শিক্ষনীয়। ধন্যবাদ সুন্দর শিক্ষনীয় গল্প শেয়ার করার জন্য।

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮

মাস্টারদা বলেছেন: স্বাগতম

৫| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: মাস্টারদা গল্প তো সেরাম হয়েছে। কিন্তু এখন বুঝতে পারছি না আমরা কোন পক্ষের ?

২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮

মাস্টারদা বলেছেন: বোধটা আসল। পক্ষ পরিবর্তনযোগ‍্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.