নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
☆ এক এ চন্দ্র
ছবিঃ ফেসবুক।
তোমার সাথে বুড়ো হব চোখে রেখে চোখ
প্রেমের দেনায় ঋণের বোঝা যতই ভারী হোক!
☆ দুইয়ে পক্ষ
ছবিঃ পিন্টারেস্ট।
সইবে কত এ কাঁধ তোমার নিশ্চুপতার ভার
কানায় কানায় উপচে আছে দুঃখের আধার।
☆ তিনে নেত্র
ছবিঃ ফেসবুক
খুঁজতো আগে সুর সকলে
এখন__ বেজ-বাজনা
ভালোবাসায় ভরতে ঝুলি;
এখন হাতে খাজনা।
☆ চতুর বেদ
ছবিঃ নিথিয়া মেনেন
কেন পূর্ণিমা আঁধার কর গো
লুকায়ে বদন শশী,
পরান 'পরে রাজ কর যে
নয়ান-পাতে বসি।
☆ পঞ্চ বান
ছবিঃ @Iftekher_himel
এই যে অঝোর কাঁদছে আকাশ "আষাঢ়-শ্রাবণ" নাম করে
ভাঙা জানালার লিখছে কাচে জলে
সৃষ্টি থেকে অজর এক ভরা প্রেমের গান।
ফাঁকে ফাঁকে তার শুনবে জোনাই, জোছনা কাঁদন,
বসন্ত বিলাপ এককোণে, পেতে দেখো কান।
☆ ষড় ঋতু
ছবিঃ পিন্টারেস্ট
প্রতিদিন শত পত্র তাজা-মরা খসবে
তা নিয়ে কী বিটপে সব ছেড়ে ছুড়ে বিলাপে বসবে?
☆সপ্ত সিন্দু
ছবিঃ নিজের তোলা
চেনা চেনা রোদ্দুর সরে সরে
সাঁঝ বিকেলের আকাশ;
ফেলে রাখা চেনা পথে
ধূলো জমে ঘাস।
সময়ের পরতে পরতে
নতুন রূপকথা গড়ছে আবাস।
২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৮
মাস্টারদা বলেছেন: আপনার লেখায় বড় মুখ করে মন্তব্য করলুম আত্মমর্যাদাবোধ কথা। এত তাড়াতাড়ি জলাঞ্জলি দেবো তা?
যাইহোক, এগুলো নিজের লেখা। নিজের লেখাই পোস্ট করি। আর অন্যের হলে তা উল্লেখ করি।
২| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২
জগতারন বলেছেন:
কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম।
২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১
মাস্টারদা বলেছেন: পুষ্প সৌন্দর্যে মুগ্ধ মধূপ যদি ডানায় বীণা শোনায়, সেটা পুষ্পের সুখ-সার্থকতা।
৩| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৭
মিরোরডডল বলেছেন:
তিনের সেকেন্ড ছবিটা কলাপাতার ঘর, এটাও কারো জীবনের অংশ !!
জীবন কতো বৈচিত্র্যময় !
২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
মাস্টারদা বলেছেন: এই বিচিত্রতা ধরতে পারলেই সহজ সরল
৪| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২
হাবিব বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম
২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
পদ্যগুলো ভালো লাগার মতো
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২
মাস্টারদা বলেছেন: আচ্ছা। তাহলে আরো উন্নতির জায়গা রয়েছে! (উন্নতির সুযোগ সব সময়ই থাকে যদিও, শেষ হওয়া কাজের মধ্যে থাকাটার কথা বলছি।)
যাইহোক, ধন্যবাদ।
৬| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৭
মাস্টারদা বলেছেন: থাঙ্কু
৭| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৬
নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন
৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৭
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
পদ্যগুলো আপনার লেখা, নাকি সংগৃহিত?