নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খণ্ডিত_২

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২০

এক এ চন্দ্র

ছবিঃ ফেসবুক।

তোমার সাথে বুড়ো হব চোখে রেখে চোখ
প্রেমের দেনায় ঋণের বোঝা যতই ভারী হোক!



দুইয়ে পক্ষ

ছবিঃ পিন্টারেস্ট।

সইবে কত এ কাঁধ তোমার নিশ্চুপতার ভার
কানায় কানায় উপচে আছে দুঃখের আধার।


তিনে নেত্র


ছবিঃ ফেসবুক

খুঁজতো আগে সুর সকলে
এখন__ বেজ-বাজনা
ভালোবাসায় ভরতে ঝুলি;
এখন হাতে খাজনা।


চতুর বেদ

ছবিঃ নিথিয়া মেনেন

কেন পূর্ণিমা আঁধার কর গো
লুকায়ে বদন শশী,
পরান 'পরে রাজ কর যে
নয়ান-পাতে বসি।


পঞ্চ বান

ছবিঃ @Iftekher_himel

এই যে অঝোর কাঁদছে আকাশ "আষাঢ়-শ্রাবণ" নাম করে
ভাঙা জানালার লিখছে কাচে জলে
সৃষ্টি থেকে অজর এক ভরা প্রেমের গান।
ফাঁকে ফাঁকে তার শুনবে জোনাই, জোছনা কাঁদন,
বসন্ত বিলাপ এককোণে, পেতে দেখো কান।


ষড় ঋতু

ছবিঃ পিন্টারেস্ট

প্রতিদিন শত পত্র তাজা-মরা খসবে
তা নিয়ে কী বিটপে সব ছেড়ে ছুড়ে বিলাপে বসবে?


সপ্ত সিন্দু

ছবিঃ নিজের তোলা

চেনা চেনা রোদ্দুর সরে সরে
সাঁঝ বিকেলের আকাশ;
ফেলে রাখা চেনা পথে
ধূলো জমে ঘাস।
সময়ের পরতে পরতে
নতুন রূপকথা গড়ছে আবাস।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



পদ্যগুলো আপনার লেখা, নাকি সংগৃহিত?

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৮

মাস্টারদা বলেছেন: আপনার লেখায় বড় মুখ করে মন্তব্য করলুম আত্মমর্যাদাবোধ কথা। এত তাড়াতাড়ি জলাঞ্জলি দেবো তা?
যাইহোক, এগুলো নিজের লেখা। নিজের লেখাই পোস্ট করি। আর অন‍্যের হলে তা উল্লেখ করি।

২| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২

জগতারন বলেছেন:
কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম।

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১

মাস্টারদা বলেছেন: পুষ্প সৌন্দর্যে মুগ্ধ মধূপ যদি ডানায় বীণা শোনায়, সেটা পুষ্পের সুখ-সার্থকতা।

৩| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৭

মিরোরডডল বলেছেন:



তিনের সেকেন্ড ছবিটা কলাপাতার ঘর, এটাও কারো জীবনের অংশ !!
জীবন কতো বৈচিত্র্যময় !





২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

মাস্টারদা বলেছেন: এই বিচিত্রতা ধরতে পারলেই সহজ সরল

৪| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

মাস্টারদা বলেছেন: ধন‍্যবাদ

৫| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


পদ্যগুলো ভালো লাগার মতো

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২

মাস্টারদা বলেছেন: আচ্ছা। তাহলে আরো উন্নতির জায়গা রয়েছে! (উন্নতির সুযোগ সব সময়ই থাকে যদিও, শেষ হওয়া কাজের মধ‍্যে থাকাটার কথা বলছি।)
যাইহোক, ধন্যবাদ।

৬| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৭

মাস্টারদা বলেছেন: থাঙ্কু

৭| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন

৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৭

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.