নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
শ্বাশত
(ভাবানুবাদ)
যেইখানেতে মন্দ-ভালোয়
মিশছে যেন আঁধার আলোয়
সেইখানে সেই বৃত্তে- ছায়ায়
তোমার আমি সঙ্গী।
আঁধার রাতের যেমনি তারা
অসীম মাঠের ফসলেরা
বৃষ্টি-মেঘে জড়ায়ে বাদল
যেমন অঙ্গা-অঙ্গি।
মন্দ-ভালোর চক্রবাকে
তেমনি তোমার সঙ্গী।
ছবিঃ ছবিতেই পাবে পরিচয়।
ক্ষয়
ক্ষয়ে ক্ষয়ে জীবনের স্বপ্ন সানে
শেওলা জমে জমে পিচ্ছিল
ধরাধরি করি হাতে দাঁড়াবার আশ্বাসে
তফাতে দাঁড়ায়ে বাস্তবের __"খিল খিল"।
চুলোয় যাচ্ছে আশার আসা
ঘুণ পোকায় কাঁচা বাঁশের খাঁচা
গড়াগড়ি যায় স্বপন আরতি
মাজবুরি মেহমান করে মিঠাই মুশকিল।
খানিক তফাতে ওই বাস্তবের __"খিল খিল।"
৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩০
মাস্টারদা বলেছেন: পছন্দ মিলে গেল
স্রষ্টা আপনাকে সুস্থ, সুন্দর, নিরাপদ রাখুক।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০১
স্প্যানকড বলেছেন: রুমি আমার খুব প্রিয় কবি। সুফি কবিতা লিখেছেন। আপনার কবিতা ভালো লাগলো। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।