নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তি

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫০



আমি তো আগেই বলেছি, সমরিতা।
বলেছি, তুমি ভুল গ্রহে এসেছ।
ভুলকে আপনার করতে চলেছ, তুমি।
এখানে এর দো'পেয়ো জানোয়ারে ভরেছে সবটা
গায়ের জোরে নিজেদের নাম নিয়েছে "মানুষ!"
অথচ শুয়োর, কুকুর, ছুঁচো, চামচিকে, গরু, গরুড়
কিংবা একই মুখে হাগা-খাওয়া বাদুর..
সব নামই দিব‍্যি এদের ডাকনামে মিশে যায়!

এরা গদির জন‍্য বাপকেও পাল্লায় তুলতে পারে
মা, মাটি, মাতৃভূমিকে দু'পায়ে দলিত-মথিত করে নেয় বাজারে।
স্বার্থের জন‍্যে নীতি, নৈতিকতা, আদর্শে নরকে গিয়ে নামে।
সবচেয়ে বেশি মরে এরা বাঁচার ওষুধে।
ধর্মের দোহাই দিয়ে__।
নির্দ্বিধায় থেতলে দেয় সোদরের মাথা ইটের ঘায়ে!
খুঁটিতে বেঁধে কী উৎসবেই না দেখে শেষ শ্বাসের কষ্ট
ধর্মের দোহাই দিয়ে বেঁচে যায় পাপী-পাতকী-নিকৃষ্ঠ
আঁধারিতে এথায় সারা আলোর পথ ঢাকা।
পঙ্গুত্ব নিয়ে রাহবার ঠেলিছে সভ‍্যতার আলীক চাকা।
পতঙ্গের মতো জানে না মায়ুস কেন যে সে হল খুন
সত‍্যের পাখায় উল্লাসে মাখায় মিথ‍্যে মায়ার আগুন।
বছর হাজার সাজার পরে পাপী হয়ে যায় নিষ্পাপ
অপরাধী ঠিকি ঘুরে নিরবধি; ধর্মাবতার কালো-কুচ বক।

কান পাতো বাতাসে..
"আল্লাহু আকবার" নয়তো "জয় শ্রীরাম" আসে ভেসে
কিংবা ডেমোক্রেসির হিপোক্রেসিতে
আতশবাজির মতো ছড়ায়ে দেয়া কচি মাথার ঘিলুতে।
তারপর কাঁচা পোড়া মাংসে মসলা সুবাস..!
ঘৃণার কাবাবে যুগপৎ পুড়িতেছে চারিপাশ।

সব‍্যসাচী..
এরা সব করতে পারে...
পায়ু পথে বাতাস ঢুকিয়ে
বেলুন করে উঠায় ছেলের বয়েসি বোবাকে।
ছেলেহারা মা পথের শিশুকে আদর করে হয় খুন
চেলা কাঠের মাথায় লেগে থাকে সে ভালোবাসার রক্ত
পড়ে থাকে ধূলির পথে; গণপিটুনিতে! জুমা'র অক্ত
পাগলী হয় প্রসূতি; ম‍্যারির জঠরে যিশু আসে গভীর রাতে
কোনো এক দো'পেয়ো জানোয়ারের জোর-জবরদস্তিতে!

অথচ..
অথচ পরদিন পত্রিকায় শিরোনামে
"বাঘ বিলুপ্ত হচ্ছে বনে!"
"হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।"
হা হা হা..প্রাণী বিলুপ্ত হচ্ছে!
সবচেয়ে বিপন্নতার মুখে আছে যে প্রাণী
তার কথা বেমালুম যায় ভুলে
"মানুষ"___এর মানেটাই যে এই সব বিলুপ্তির মূলে।

তাই তো বলি তুমি ফিরে যাও,
ফিরে যাও যে তোমাকে পাঠিয়েছে তার কাছে।
জানাবে, "ভুল করে তোমায় জানোয়ারের গ্রহ-ঠিকানা দিয়েছে।"
জিজ্ঞেস করলে বোলো, "এক বোবা জানোয়ার এ কথা শিখিয়েছে।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.