নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
বন্ধু, তুমি যাবে?___ আমার ছোট্ট বাড়ি?
আদর করে বসতে দেবো বরই-পাতার পিঁড়ি।
(সেথায়) বাদল জলের মাদল বাজে
গাইবে লরি জোৎস্না ভিজে
রবি করে নাচবে 'তা ধিন' ছাদ যে নাহি তার
জন্মতিথি... কি আর বলো দেবো উপহার!
বন্ধু, তোমায় জল খাওয়াবো কচুর পাতায় করে
জিবলি-পাতায় রাজার-মুকুট মাথায় দেবো পরে'।
নোনা ইটের শরবত আর
টিকটিকির ডিম ভাজি,
উর্ণা-ধরা মাছের কী স্বাদ!
খাইছো একবার যদি!
দোল খাওয়াবো বটের ঝুরির, সঙ্গে মালাই হাওয়ার
জন্মতিথি... কি আর বলো চাইবে উপহার!
কলার পাতার ঘোড়ায় চড়ে ঘুরবো সারা গাঁ
বন-মোরগের লাল ঝুঁটিতে, শিশির ভেজায় পা।
জমবে সাঁঝে গল্প আসর
জোনাক আলোয় ভেকের কাসর,
পাতাল রাজের মুক্তি হবে তোমার চোখের 'পর
'গেছে তিথি?' __কী ক্ষতি কী? সুর যে ভালোবাসার।
জন্মতিথি... কি আর বলো চাইতে উপহার!
ছবি: পিন্টারেস্ট
২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:৩২
মাস্টারদা বলেছেন: ঠিক যেমন আপনার সহজ সরল সুন্দর মনের অভিব্যক্তি প্রতিভাত হয়েছে মন্তব্যে।
২| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: কবিরাই পারে বরই পাতার পিঁড়িতে বসতে, টিকটিকির ডিম ভেজে খেতে!
আহা! কী সুন্দর, উর্নামাছের স্বাদ! না যদি খাই কবির কথায় জীবন বরবাদ। ভালো লিখেছেন কবি মাস্টারদা।
২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৭
মাস্টারদা বলেছেন: আপনাকেও আমন্ত্রণ
৩| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা!
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আমার একটা দুঃখ, আমি কবিতা লিখতে পারি না।
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫০
মাস্টারদা বলেছেন: আমিও পারি না লিখতে। চেষ্টা করছি
৫| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৩
অক্পটে বলেছেন: আহা! একটা সজীব অনুভবের ঝপটা এসে লাগল যেন গায়।
০৬ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৬
মাস্টারদা বলেছেন: ❤
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। কোনো ভান নেই। ভনিতা নেই।