নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
একে চন্দ্র
রুস্তম থেকেও চওড়া সে কাঁধ
নিয়তি-বোঝা বইবার মতো,
বস্তা বন্দি মুঠো মুঠো স্বপ্ন; ভাত
ভুবন-মাঝির হৃদ-গহীনে ক্ষত।
দু'য়ে পক্ষ
লাজ রাঙা গাল টুকটুকি
ভোর-সাঁঝের মেঘ দলছুটি
বসলে বুঝি জিরোতে,
কোন সুদূরের রাজরাণী
হিয়ায় রূপের কর হানি
ভুলাতে চায় মায়াতে।
তিনে নেত্র
সম্পর্কের বদল নদীর মতন
মানুষের যেমন মাটিতে,
উজানের স্রোত মিঁইয়ে জমে
বর্তমানের ভাটিতে।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪০
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:০০
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!!!
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪২
মাস্টারদা বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ
৩| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৭
শামছুল ইসলাম বলেছেন: খণ্ড খণ্ড কবিতায় মন কেড়েছে।
বোঝার ভারে সে নত,
নিজের কাছে নত নয়, উচ্চ তার শির।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪১
মাস্টারদা বলেছেন: মন ছোঁয়াতেই ভালো লাগা
৪| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৮
অক্পটে বলেছেন: দারুন ভালো। তিনে নেত্র'র জন্য কোন প্রতিকী ছবি পেলেন না।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮
মাস্টারদা বলেছেন: ইচ্ছে করেই খুঁজিনি। শুধু লেখাগুলোই দেবার ইচ্ছে ছিল। শেষ মুহূর্তে দু'টো ছবি যোগ করেছি। এরপর থেকে ভাবছি ছবি ছাড়াই কবিতা দেবো।
৫| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কথা বেড়িয়ে আসে।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
মাস্টারদা বলেছেন: একদম
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৭:১৮
অধীতি বলেছেন: বাহ, কি সুন্দর।