নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
দ্বার রুদ্ধ করে দেখেছি, দেখেছি এ মনের আগল আলগা করেও। টিপটিপে অনুভূতিরা যখন নেমে যায় মনের গা বেয়ে রেটিনার দেয়াল হাতড়ে হাতড়ে... তখনও খেয়াল করেছি।
কিংবা টর্নেডোর তাণ্ডবে টুকরো হওয়ার বরাভয়ের মাঝে বাতাবরণ খুলেও দেখেছি বার কয়েক। কিন্তু ... কিন্তু সারোদের সুরে সুরে এ মনের পর্দায় আমি... আমি আপনার উঁকি মারা রুখিতে পারিনে। পারিনে উচ্ছ্বলতায় বাঁধনহারা মৃত্যু-নেশার নোনা জলে বার বার আপনার ভেসে ওঠা ঠেকাতে।
সুরের মিছিলে মিছিলে একে একে দখল হয়ে যায় কাছারি, আড়ত, অন্দরমহল, তল্লাট - তালুক_____সব। আমি পড়ে থাকি দুবলার চরে মাছের চোখে। কোনো এক কূল খোয়া পাথারের ঊর্মি আমায় উঠিয়ে নেবে বলে কোন্ সে এক নাম না জানা অসীম শূন্যতে। অনন্ত হারের বাজিতে নিঃস্ব আমি, রিক্ত আমি। আমার সমস্ত সেরেব্রাম গড়া তখন শুধু নিরজা নিউরনে।
ওগো...
ওগো নীরবালা নীরজা!
শরতের কড়চা
সারদের সুরে সুরে স্মরি যে তোরে।
কোলাহল কলতান
বিস্মৃতির অবদান
নইলে নয়ান নীরে ভাসাইত ধরে।
ছবিঃ পিন্টারেস্ট
(উদ্দেশ্য করে যারে গেঁথেছি এ কথার মালারে, তার চোখে পড়ার সম্ভবনা নাই।)
০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬
মাস্টারদা বলেছেন: লেখক বলেছেন: "যখন রাত আসে তখন ঘুম আসে
যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে
যখন স্বপ্ন আসে তখন তুমি আসো__
যখন তুমি আসো তখন ঘুমও আসে না, স্বপ্নও আসে না।” (নিমাই)
না থেকেও থাকে কতভাবে... থাকে আশায়, যাওয়ায়
ঘৃণায় থাকে, রাগে থাকে, ___না থাকে শুধু পাওয়ায়।
শ্বাসে থাকতো, বাসে থাকতো, ____অনুভূতির নীরে
কোথাও তোমার পাবে না তায়, ____পদে পদে ফেরে।
কী যে এক অভিশাপের যন্ত্রণারে!
পূব জনমের পাপসম সে সঙ্গীনীরে
কী যে এক অভিশাপের যন্ত্রণারে!!!
২| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর আবেগ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৩
মিরোরডডল বলেছেন:
অনন্ত হারের বাজিতে নিঃস্ব আমি, রিক্ত আমি
খুঁজে খুঁজে যাই
নয় সে তো নয়
অন্তরে আর বাহিরে,
কোথাও সে নাই