নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

বিষ

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২২




তুই কেন আগে খাসনে বিষ বেহায়া নিলাজ মুখপুড়ী?

যে পানি পায় না মাঠের ফসল, চৌচির শুকায়ে ধানের বাকল
যে উন্নতি বাজা-রাজার কেবল, মানুষের হাতে ক্ষুধার শেকল
সে দেশ আমার না
সে দেশ আমার চাই না
সে জোয়ার আমার চাই না।
ভাবনায় আমার সদা ভাতের হাঁড়ি
মেয়ের খাওয়া বউয়ের শুধু একটা শাড়ি
শিক্ষা নেই, সমাজে রাষ্ট্রে আছি উচ্ছিষ্টেই
সব রোগে শোকে প‍্যারাসিটামল নেই
ঘরের চালে তালপাতা, তোমার দশ-তলা ভাবি না
ঝড়ে কেঁপে, শীতে-বৃষ্টির জল মেপে___ কাঁদি না।
লাথি মেরে দেখো চাষাদের পেট কত শক্ত, একটুও দমে না!
গরীবের জাত, দু'টাকার ধান বেচে ভাত, ভগবানেও দেখে না!
নীলকর খেলো, পাকিস্তান গেলো, শালা চাষা-ভুষার জাত কেন মরে না?
কতটা অসহায়ত্ব পোষ মানলে মুখে বিষ নেওয়া যায়?
কতটা ঋণ-ভার হলে বলতে পারো__ মাটিতে মেশা যায়?
কতটা বলো ঘুরলে দ্বারে দ্বারে সম্মান বোধ চলে যায়?
মরার মতো বিষ গেলার সাহস জন্মে হলে কতখানি নিরুপায়?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ দারুন বিদ্রোহী কবিতা।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৭

মাস্টারদা বলেছেন: মনে চায় এই ভদ্রতার ভং ছেড়ে ছুড়ে সন্ন‍্যাসী হয়ে যাই

২| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৪

অধীতি বলেছেন: যখন মন থেকে চিন্তা করি তখন মনে হয় আর নিঃস্বাস নিতে পারছিনা।

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪২

মাস্টারদা বলেছেন: চিন্তা করলেই সমাধান পাওয়া যেতে পারে। অন‍্য কোনো পথ নেই আর

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: কবতায় তেজ আছে। ধার আছে।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৭

মাস্টারদা বলেছেন: কাটছে না তো। জ্বলছে কোই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.