নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

দ্বিচারিণী

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩৬



_____দ্বিচারিণী মন।
চাঁদের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে
সুরুযের হিলিয়ামে বিলীন হতে চায়!
চাঁদ-সুরুযের মাঝে পড়ে
জোয়ারের তোড়ে ভেসেছি অকূলে
বিরহ ডোরে বেঁধে ইশকের কালমা পড়ে।

চাঁদের স্নিগ্ধ রূপের ঘোর কাটে না
আবেগ, অনুভূতি, মায়া-মমতা___
হৃদ' বাজারে পসরা বসেছে সাজিয়ে।
ইন্দ্র দ্রোহী তেজে হৃদয় পুড়িয়ে
শর্করা-গ্যাসের ভারসাম্য করে, রবি,
বাঁচিয়ে দিয়েছে; আমি, আমার সৃষ্টিকে।
মোহ-অস্তিত্ব আর অস্তিত্ব সংকটে।

পূজারী-বামুন যার হাতই ধরো
ভালো-মন্দ সবটাই বিলি করো
ভালোবাসায় কে পারে মোর সাথে?
ভালো দিকগুলোই গেঁথেছি মনে
তুই না থাকলেও কাছে, সাথে!
ভালোবাসায় কে পারে মোর সাথে?
ইশক্'র খেলায় সব ধরেছি বাজি
শুধু সর্বনাশের আশায় বসে আছি।

ছবি: পিন্টারেস্ট।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫৯

সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া।

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩২

মাস্টারদা বলেছেন: পাকা সাগর কলার ঘ্রাণের শুভেচ্ছা

২| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর বেশ কাব্য গভীরতার একটা কবিতা পড়লাম++ চমৎকার।

শুভেচ্ছা আপনাকে।

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৬

মাস্টারদা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, দাদা।

৩| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৮

বিজন রয় বলেছেন: না, কবিতাটি কেমন যেন!!

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৮

মাস্টারদা বলেছেন: "কেমন যেন" __কেমন যেন ধোঁয়াশার ধাঁধায় ঢেকে আছে। আপনার সময় নষ্টের জন‍্যে দুঃখিত

৪| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৩

রাজিব হোসেন পানি বলেছেন: ভালো লাগছে ভাই।

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৫| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৩

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা খুবই ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.