নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

আশা (There Is Always Hope)

১৮ ই মে, ২০২২ দুপুর ১:৪৮


ছবি: পিন্টারেস্ট।

বিভিন্ন কারণে বিগত কদিনে জীবন হয়ে উঠেছে জ্যৈষ্ঠের ফল পাকানো তাপদাহের মতো অসহনীয় মাত্রায় অস্বস্তিকর। তবে থেমে নেই জীবনের বাঁকে বাঁকে বাতাসের নিত্য নতুন মেজবানের বার্তার বহন, আদিত্যের উদয়-অস্তাচলে ছুটে চলার অবিরাম কাহন কিংবা বিহগের কুহরায় চারপাশ ভরার আয়োজন।

এরই মাঝে চুপিসারে একেবারে পা টিপেটিপে জনাকীর্ণ গলিতে আর রুমের জানালা ধারের ব‍্যালকনির ছোট্ট গাছে এসে দাঁড়িয়েছে হাসনাহেনার দল। থোকায় থোকায় তারার মতো হেসে নিঃশব্দের সুবাসে জানান দিচ্ছে তাদের সশব্দ উপস্থিতি।
যেন বলছে___

"ভয় নেই ওরে__
এ মেঘ ঠিকি সব যাবে সরে
তুমিও যবে আমারি মতন
অর্কিড আগাছা প্রতিকূল বাঁধন
ঠেলে ছুড়ে আপন গন্ধ বেলাবে।"

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হয়েছে লেখাটা।

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মাস্টারদা বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

২| ১৮ ই মে, ২০২২ বিকাল ৪:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এতো কবিতা!!

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মাস্টারদা বলেছেন: সত্যিই!!
মনের কথা প্রকাশ করাটাই সবটার মূলে।__যেভাবেই করি না কেন সবকিছুর মূলেই আপনার মনের সাথে আমার মনের কাছি বাঁধা। মানে শ্রোতার সাথে বক্তার।

আপনাকে ভালো না বেসে পারা যায় না___ :) এটাও একটা বলার ধরণ।

৩| ১৮ ই মে, ২০২২ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর অনুভূতি।

২১ শে মে, ২০২২ রাত ১১:১৭

মাস্টারদা বলেছেন: ❤

৪| ১৯ শে মে, ২০২২ সকাল ১০:২৭

অক্পটে বলেছেন: আহা! কত সুন্দর প্রকাশ। বিমোহিত।

২১ শে মে, ২০২২ রাত ১১:১৭

মাস্টারদা বলেছেন: ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.