নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
ছবি: পিন্টারেস্ট।
* * *
আমার নয়া মাঝির উদোম ছোটা ছোট্ট নয়া তরী
খেজুর পাতার ফনফনি আর বইচি নাটাই-ঘুড়ি
বিকেল বেলার ছেলে-পুলে, গেদন, দাণ্ডা-গুলি।
এই সিসে পোড়া শব্দ শহর বিলীন হয়ে খাক্__
আলিম মাঝির ভাঁটির সুরে পরাণ ছিঁড়ে যাক।
কুঁড়ে ঘরে আসুক ভেসে পিঠের মিঠে বাস
খেজুর রসের মৌ সুবাসে অপার্থিব চারপাশ!
আমি কী আশায় শহর তোমায় বিশ্বাসিব মিছে?
আমার ধেনু গেছে, মনের খুশির রেণু গেছে
উথাল-পাথাল পাল তোলা-খাল-শান্ত সেতুর নিচে।
তোমার পিচ পথেতে কান্দে আমার কাঁঠাল-চাঁপা-নীপে!
কী আশায় শহর তোমায় বিশ্বাসিব মিছে?
২২ শে মে, ২০২২ বিকাল ৫:১২
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৩৪
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা!
২২ শে মে, ২০২২ বিকাল ৫:১২
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে মে, ২০২২ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে মে, ২০২২ বিকাল ৫:১২
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ রাত ১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে। বেশ ভালো +