নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

ছেঁড়া পাতা

২৭ শে মে, ২০২২ বিকাল ৫:২৮


ছবি: পিন্টারেস্ট

হেনো কালে যে গান যবে
শিখেছিনু প্রীতিভরে,
ভাবি নাই কভূ, এমনি করিয়া
যুঝিব, তাহা ভুলিবারে।

রেখেছিনু তোরে প্রতিমা করে
আপনা হৃদ-মন্দিরে
হ'লো না আপন, মেলিলো পাখা
ভেদিয়া বক্ষ পিঞ্জরে।

এমনে যদি শোধ নেবে সখা
আপনা প্রাণেতে বসি,
পথিকেরে কেন দিলে আশকারা
বাজাইতে তব বাঁশি?

আপনা যাচিয়া সুর করিয়া
রচিয়ে দিলে গান,
ছিল যত শূর, হারাইয়া সে সুর
হইয়াছে আঁখি বান।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫

গেঁয়ো ভূত বলেছেন:


রবীন্দ্রভাবনা....

২৭ শে মে, ২০২২ রাত ৯:২৩

মাস্টারদা বলেছেন: ধন‍্যবাদ

২| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: ছেঁড়া না ছেড়া? চন্দ্র বিন্ধু হবী না?

কবিতা সুন্দর হয়েছে।

২৭ শে মে, ২০২২ রাত ৯:২৩

মাস্টারদা বলেছেন: হ‍্যাঁ। চন্দ্রবিন্দু হবে।

৩| ২৭ শে মে, ২০২২ রাত ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এমনে যদি শোধ নেবে সখা
আপনা প্রাণেতে বসি,
পথিকেরে কেন দিলে আশকারা
বাজাইতে তব বাঁশি?


ভালো লিখেছেন। লেখাতে শক্তি আছে। +++


২৭ শে মে, ২০২২ রাত ১০:৪২

মাস্টারদা বলেছেন: সাপের হাঁচি বেদেয় চেনে। তার ভুল হয় না।

৪| ২৮ শে মে, ২০২২ সকাল ৭:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চমৎকার বেদনাতুর প্রকাশ!

২৮ শে মে, ২০২২ দুপুর ১২:১০

মাস্টারদা বলেছেন: বেদনার বাতাস বৈরাগ‍ীর চেয়ে কে আর বোঝে ভালো?

৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।

০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৫০

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.