নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

চোর, মুলো, কর

১১ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

ক্ষেতের মুলো মালিগুলো মিলে চুরি করে বিক্রি করে আশপাশের বাজারে।
ক্রেতারা এই চুরির মালের কথা টের পেয়েছে। তাই তারা বলেছে, ওই চোরে মুলো বাজারে উঠোলে সব মুলো বাজেয়াপ্ত তো করবেই, তাছাড়া চোরের ঠ‍্যাঙ ভাঙে হাতে ধরায়ে দেবে। চুরির মাল বিক্রিতে চোর তাই ব‍্যাপক ঝামেলায় আছে।

এদিকে মালিকের মেয়ের বিয়ের মেজবান। তার নিজের ক্ষেতের মুলো দিয়েই প্রয়োজন মিটে যাবার কথা কিন্তু ওই চুরি হবার কারণে তার আবার মুলো কিনতে হবে।
মালিক তলব করল নায়েবকে। নায়েব মালিককে পরামর্শ দিল____ "মালিক! আপনার ক্ষেতের চুরি হওয়া মুলোই আপনি কিনতে পারবেন যদি শুধু শুল্কটা মওকুফ করে দেন।!"
যুক্তি হিসেবে সে বলল, "আপনার ক্ষেতের মুলো বাইরে তো চলেই যাচ্ছিল, আমি সেই মুলো আপনার ঘরে আনার ব‍্যবস্থা পত্র দিলাম।"

১০ জুনের ঘোষণা___ "মালিকের ক্ষেতের চুরি হওয়া মুলো যদি তার কাছে বিক্রি করা হয় তাহলে খাজনা ছাড়াই বিক্রি করা যাবে।"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোই বাজেট দিলেন
মাষ্টার সাব!!

১১ ই জুন, ২০২২ রাত ৮:০৭

মাস্টারদা বলেছেন: ;)

২| ১১ ই জুন, ২০২২ রাত ৮:১৪

অক্পটে বলেছেন: দরুন বলেছে মাষ্টার দা।

১২ ই জুন, ২০২২ রাত ১২:২৩

মাস্টারদা বলেছেন: রূপকে আহল রূপকে যতটুকু ধরা যায় আর কি

৩| ১১ ই জুন, ২০২২ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

১২ ই জুন, ২০২২ রাত ১২:২৪

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:৫৬

বিটপি বলেছেন: ইস! কেন যে আগে চুরি করলাম না! তাহলে আজকে বিনা শুল্কে বেচতে পারতাম।

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মাস্টারদা বলেছেন: গুরু দেখে যদি পাপের হইতো রে বিচার
বিশৃঙ্খল হইতো রাজা, প্রজায় পাপাচার।
সবারই একই বিচার এক আইনে__যার
আশার বিশ্বাসে দাঁড়ায়েছে বিশ্বচরাচর।

৫| ২০ শে জুন, ২০২২ রাত ১০:০০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: সুন্দর রম্য ছোট গল্প !!

২১ শে জুন, ২০২২ রাত ২:১২

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.