নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খণ্ডিত_৪

২১ শে জুন, ২০২২ রাত ২:২৯


চন্দ্র
আয় না, ওগো কিন্নরী
তর্জনী তোর গেঁথে দেবো বাঁকা রাকার অঙ্গুরি।
দূর দিগন্তে বাজবে সানাই মন্দ মৃদু গুঞ্জরি।
হাওয়ার তানে উঠবে প্রাণে প্রেম মুকুলে মুঞ্জরী।

পক্ষ
শীত যদি ফের জড়াতে চায়
বসন্তকে ডাকবে কে?
দু'খে পরের ভাঙলে মন
সুখের সময় কাঁদবে কে?

নেত্র
কিছু কিছু মন ভাঙছে বলেই
নতুন করে জাগছে চর
কিছু কিছু ঘর পুড়ছে বলেই
কাটছে কারও নিশার ডর।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ সকাল ৮:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে জুন, ২০২২ রাত ১২:২৪

মাস্টারদা বলেছেন: ❤

২| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা। কিন্নরি কথার অর্থ সুন্দর না কিন্তু।

কিন্নর [kinnara] বি. ঘোড়ার মতো মুখ এবং মানুষের মতো দেহবিশিষ্ট দেবলোকের গায়কজাতিবিশেষ; দেবযোনিবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + নর]। ̃ কণ্ঠ বিণ. (কিন্নরদের মতো) সুকণ্ঠবিশিষ্ট। বি. (স্ত্রী.) কিন্নরী।

২২ শে জুন, ২০২২ রাত ১২:২৩

মাস্টারদা বলেছেন: উত্তর আপনার মন্তব্যেই আছে।
ধন‍্যবাদ

৩| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

আমি জানি কিন্নরিকন্ঠী মানে সুকন্ঠি ।

২২ শে জুন, ২০২২ রাত ১২:২৩

মাস্টারদা বলেছেন: ❤

৪| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে জুন, ২০২২ রাত ১২:২৪

মাস্টারদা বলেছেন: ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.