নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

সেতু

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

নাই হয়ে যায় দিন-মাস-ক্ষণ
পর করে যায় কাছের বছর।

বুড়ো হয়ে যায় ঈদের চাঁদে
বাঁধিয়া ভালোবাসার ফাঁদে
সত্যেরে সরায় আবেগ প্রহর।
নাই হয়ে যায় দিন-মাস-ক্ষণ
পর করে যায় কাছের বছর।।

নতুনে ঢাকে পুরাতনো তান
সুন্দরের পায় ভাঙনের গান
সুখের হাতে দুঃখের ছল
স্বাধীনের পায়ে স্বার্থের মল
ধ্রুবতারা ব্যথার খাজনা বহর।
নাই হয়ে যায় দিন-মাস-ক্ষণ
পর করে যায় আপন বছর।।

যে পথে ওই মরণ হাসে
সে পথেই আসে, জীবন আসে,
উজানের ভাঙন কাঁদন সুরেই
নব-জীবন ভাটিরে পায়।
দিনের পরে রাত আসে যায়-
দুখের ক্ষণেই আসে সুখ-শান্তি-আশায়।।

দুখে হাসে সুখের আঁচল ধরে
অশান্তির গলে শান্তির গাজল ভরে
কষ্টেরে ছাড়া বাঁচে না স্বস্তি
বেদনের গান তাই প্রেমে গায়।
দিনের পরে রাত আসে যায়-
দুখের ক্ষণেই আসে সুখ-শান্তি-আশায়।।



ছবি সংযুক্তির কারণ কবিতার প্রেরণার উৎস জানানো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.