নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
এ একদিন অমোঘ সবার বাস্তবতা...
সাত সকালে ছুটতে হবে আহ্নিক গতিতে এলিয়ে গা।
এ একদিন অমোঘ সবার বাস্তবতা...
জীবন এসে তারপরে মিশে
একাকার যন্ত্র নামের এই মানুষের কামরা।
পদে পদে পা ফেলার পথ বলে দেয় --
এটা দায়িত্ব, ওই কর্তব্য, ওই চলেছে শবযাত্রা, মরা স্বপ্ন!!
ইচ্ছে ঘুড়ি; যায় যাগগে উড়ে কাটা সুতোর ডানা।
এ একদিন অমোঘ সবার বাস্তবতা...
তবু বলতেই হবে, 'এই বেশ বে..ড়ে আছি।'
আমারে ছেড়ে অ্যান্ডোমেডায়, মহাকালের কাছাকাছি
দীর্ঘশ্বাসের সুন্দর জীবনে বড্ড বেশি কানামাছি!!
স্বীকারোক্তি: পিন্টারেস্ট থেকে পাড়া ছবি।
০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩
মাস্টারদা বলেছেন: চির অশেষ সেই অবসরে তাবৎ সাহিত্যের মদ নিয়ে কাটাব বেলা।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৭
কাঁউটাল বলেছেন: চাঁদগাজী একজন নাস্তিক্যবাদি, উহার মগজে স্ক্রু ঢিলা আছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০
মাস্টারদা বলেছেন: অস্বীকারকারীকেও যদি মহাজন খাওয়ায়, তাতে খাতকের কী করার থাকতে পারে বলেন। তার জল-হাওয়া-রহমতের এই বিনিয়োগের মর্ম ও হিসেব একমাত্র তিনিই জানেন। তিনিই নেবেন।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২০
মাস্টারদা বলেছেন: ফুলের সার্থকতা সেথায়।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
ইচ্ছে ঘুড়ি; যায় যাগগে উড়ে কাটা সুতোর ডানা।
চমৎকার
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২১
মাস্টারদা বলেছেন: ♥
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
রবীঈন্দ্রনাথের ছুটি গল্পটা পড়েছেন?
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২২
মাস্টারদা বলেছেন: হ্যাঁ, পড়েছি। তাও বার দুয়েক হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
নীলসাধু বলেছেন: আহা জীবন
কানামাছি জীবন।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৩
মাস্টারদা বলেছেন: হ্যাঁ। কানামাছির জীবন।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার একটি লেখা
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৩
মাস্টারদা বলেছেন: ♥
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২০
সোনাগাজী বলেছেন:
মানুষ যতটুকু সময় বেঁচে থাকেন, ইহাই সব; এরপরে আর কিছু নেই।