নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
মা'র নয়নের তারা, ও ভাই!
বারেক ফিরে বল না,
কোথায় পেলি প্রাণ জুড়ানো
এমন হাসির বন্যা?
বল না রে ভাই, বল না।।
একটুখানি হাসির জোরে
যতই-না গম্, যায় রে দূরে--
যেই-না হাসির দরে রে ভাই
বিশ্ব কেনা যায় না!
বল না রে ভাই, বল না।।
মোর দিন-ক্ষণ কাটে এমন
হাসির ছড়া খুঁজে,
এ রতন তুই পেলি কোথায়
মন পায় না বুঝে।
হাসির ছড়া খুঁজে।।
হেসেই নিলি জয় করে ভাই
দুখের বাড়ি আর কোথা' নাই,
হাসির বাঁশি হাসায় দুখে--
মড়ার ঘাড়ে বসি।
হাসির ছড়ায় আসি!!
এই হাসি পায় তাই খুশি গায়
দোর খুলে ওই চাঁদ উঁকি চায়
দখিন বায়ে হেসে কুটি'-
জারুল শাখে বসি!
সুখের অসুখ ছড়ালে আজ
হাসির ছড়ায় আসি!!
মাস্টারদা
১লা ফাল্গুন, ১৪২৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:১১
মাস্টারদা বলেছেন: "কেউ জ্বালে না আর আলো
তার চির-দুখের রাতে,
কেউ দ্বার খুলি জাগে
চায় নব চাঁদের তিথি।"
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০০
মোছাব্বিরুল হক বলেছেন: প্রতিটা লাইন একেবারে জীবন্ত। অনেক অনেক ভালোলাগা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০২
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ ❤️
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। খুব সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০২
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৮
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতা, দুটোই খুব ভালো হয়েছে।
হাসি সংক্রামক, ব্যাপ্তিতে তারতম্য থাকলেও।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৯
মাস্টারদা বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর।
একটা হাসি দুইটা হাসি
তিনটা কিবা আরো
দাম ছাড়া কি বেবাক হাসি
আমায় দিতে পারো?
আমি তো চাই হাসতে শুধু
সারাটা দিন রাত
হাসতে গিয়েই থমকে থামি
এই পেটে নেই ভাত
তোমরা কত হাসতে পারো
হাসির আছে অনেক নাম
আমরা হাসি শুকনা হাসি
সেই হাসির কেউ দেয় না দাম।