নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
ছবির ওই এক লাইন থেকে লেখা।
আজিও আসে আশায়
কু-আশার গোধূলি ফাঁসায়
যেন অচেনা সে ধূলি,
উড়ে উড়ে চারপাশে
ফেলে যায় নিঃশ্বাসে
ভেংচির কী সব অবজ্ঞার বুলি।
দু' এক পাক ঘুরে
উড়ে উড়ে কেউ যায় ফিরে---
কেউ এসে বসে কাছে
শেষের আশ্বাসে
ফুরিয়ে আসা ভেনিসের খালটির তীরে।
ছুঁতে চায় জীবনে
না-লেখা আলাপনে
সেই তার ঘোমটার এক-রঙা শাড়ি,
সোৎপাহে উৎসাহে
ঘুনে ধরা বিশ্বাসে---
'কবিতার সুতোয় আজো করে নাই আড়ি।
জামদানি হবে, সিল্ক হবে
পিরামিডে পরবে তব কবিতার মসলিন,
গেয়ে যাও তুমি শুধু
অচেনা মধুপে, তবুও
অমিয় সে স্বাদ; নয়-লীন।'
বাস্তবের চেতন রিক্তের বেদন
ঝাপটায় ছিঁড়ে চায় শব্দের ভেদ
কিন্তু সে আশা গিলেটিনের কাসা
মৃদু আছাড়েও যেন হেঁকে উঠে ভেক।
___১১ ফাল্গুন, ১৪২৯।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:০৭
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:০৭
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!!!