নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
খেয়াল করেছেন বোধহয় -
পথের মাঝেই যাত্রার আনন্দটা রয়।
সবই কেমন যান্ত্রিক করে দিচ্ছে সময়,
এই ভয় 'বাস্তব' মেনে--
ডুবন্ত পরিবেশে সন্তরণে কুড়ানো নুড়ির সৌন্দর্য অমর-অক্ষয়।
মনের মন্দ-ভালো সে তো সকাল-সন্ধ্যে আকাশের বুক
ব্যস্ততার মাঝেই আসুক; শান্তি আসুক।
২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৬
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:০৯
ফেনা বলেছেন: মনের আবেগের সুন্দর প্রকাশ।
২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৭
মাস্টারদা বলেছেন: থাঙ্কু
৩| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫২
শায়মা বলেছেন: ব্যাস্ততা আরেক শান্তির নাম।
২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৭
মাস্টারদা বলেছেন: একদম।
৪| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হয়েছে।