নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

আলাপ

২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:৩২



_"আঁধারের আবেগে আঁখির আলোক
আদৌ কি আড়াল হয়?
মূকের মুল্লুকে মহাপাপী মুখর,
মর্ত্যের মুক্ত নবীর শেকল পরা পায়।"


_"অন্তর্ভেদী দৃষ্টি!!
ভাগ্যিস সেও ঝাপসা চোখের সৃষ্টি।
কতশত কৃষ্টি!
তবুও মণিহারা ফণীর দিকেই যত বৃষ্টি।"

_"সাপের হাঁচি বেদেয় চেনে__
তুষ্টির ক্রোধ-কৃপা …সব‌ তারি মর্জির বীণ মেনে।
কোন পুতুলে কতটি, কেন কাঁ‌‌দামাটি? কারিগরে জানে।
নটীর কি অধিকার বাইরে যাবার মঞ্চের অভিনয়!
মাত্র‌ই জানে বিশ্বকর্মায়-- 'প্রেমের কোকিলায় ক্যানে বসন্তে‌ গায়!'
মূকের মুল্লুকে মহাপাপী মুখর;
মর্ত্যের মুক্ত নবীর শেকল পরা পায়।"


_"চেনা পথের তরজমায়
মুক্ত বিহঙ্গ নহে মাত্র শিমুল, পলাশ মায়ায়।
বসন্ত তবু দোলা দেয়,
বিহঙ্গ কিছুটা পথ হারায় ঘাঁটফুলের অঙ্গিনায়।"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৩৯

শেরজা তপন বলেছেন: কবিতায় বিমূর্ত ভাব বেশী। বুঝতে হলে অনেক সময় নিয়ে পড়তে হবে।

২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৬

মাস্টারদা বলেছেন: 'কী দরকার' সেটা-বুঝতে পারাটাও এক রকম বুঝতে-পারা। ধন্যবাদ।

২| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৬

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.