নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

শিক্ষণীয় গল্প

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১১



এক শিকারির ফাঁদে একদিন ছোট্ট একটা পাখি আটকা পড়ল। তারপর সে যখন পাখিটিকে ধরে বাড়ির পথ ধরেছে, পাখিটা মুক্ত হবার পথ খুঁজতে লাগল। সে প্রথমে শিকারির প্রশংসা করা শুরু করল।

___"আমার দেখা সবচেয়ে বড় শিকারি তুমি! জীবনে অনেক বাঘ মেরেছো! কত ভাল্লুক মেরেছো!"---- এই সেই।
তারপর খানিকটা আলাপি ঢঙে বলল, "আচ্ছা, আমি তো এইটুকু একটা পাখি, ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী মজা পাবে? আমাকে খেলে তোমার পেটেও তো ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারাজীবন কাজে লাগবে।"

এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারির মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে।

শিকারি রাজি হওয়ায় পাখিটি বললো, "আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের 'পরে বসে। দ্বিতীয়টি ওই গাছের ডালে বসে। আর তৃতীয়টি বলব গাছের মগডালে বসে।"

শিকারি: "আচ্ছা, ঠিক আছে।"

পাখিটি বলা শুরু করল-
"কখনো অলীক কল্পনা করবে না। যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করবে না।"

শিকারি: "খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই।"

পাখি: ”এবার আমাকে গাছের ডালে যেতে দাও।"

শিকারি ছেড়ে দিলো। পাখিটি উড়ে গাছের ডালে উঠে বসল।

___"যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করবে না।"

শিকারি বললো, "এটাও ঠিক। যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি।" পাখি এবার মগডালে উঠলো। শিকারি বললো, এবার তৃতীয় উপদেশটি বলো।

পাখি: "আমার পেটে আছে প্রায় দু'শো গ্রাম ওজনের একটা নীলকান্ত মণি!"

শুনে শিকারি তো থ! বলে কী! নীলকান্ত মণি! "হায় হায়! এ আমি কী করলাম।" কপাল চাপড়ে আফসোস করতে লাগল। "ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম!" পাখিকে আবার ধরার চেষ্টায় চারপাশ দেখতে লাগল।
কিন্তু পাখি তো তখন মগডালে।

সে হেসে বললো, "দেখ, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই ১০০ গ্রামের মতো। আমার ভেতরে আরো ২০০ গ্রামের মুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমি তা-ই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন। কারণ উপদেশ কান দিয়ে শুনেছো। কিন্তু তা থেকে কিছুই শেখনি।"


(সংগৃহীত ও সংযোজিত।)

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, দারুণ গল্প! ঈশপের গল্প নাকি?

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

মাস্টারদা বলেছেন: তা তো জানি নে।

ভালো লাগায় ভালো লাগল।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গল্প থেকে আমি যা শিখলাম সেটা হল, শিকারির দয়া মায়া বেশী হলে সে ভালো শিকারি হতে পারে না।

শিরোনামের শব্দটা সম্ভবত 'শিক্ষণীয়' হবে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫

মাস্টারদা বলেছেন: শিক্ষা যার যার, পড়া সবার। :)

সংশোধিত। এবং অনুগ্রহ করে শুধরে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২০

নয়ন বড়ুয়া বলেছেন: অনেক আগে কোথাও যেনো পড়েছিলাম। ঠিক মনে পড়ছে না। তবে বেশ শিক্ষণীয় গল্প... ধন্যবাদ কষ্ট করে, আবার পড়বার সুযোগ করে দেওয়ার জন্য...

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

মাস্টারদা বলেছেন: প্রথম পড়লাম। ভালো লাগায় ভাবলাম সবাই জানুক :)
ধন্যবাদ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

বিজন রয় বলেছেন: আসলেই শিক্ষণীয়।
আরো পোস্ট করুন এমন গল্প।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৯

মাস্টারদা বলেছেন: হমম। তবে শেখার মানসিকতাটাই সবচেয়ে দরকার।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: গল্পে গল্পে শিক্ষা।
ভালো গল্প। আমরা গল্প পড়ি কিন্তু গল্প থেকে শিক্ষা নেই না।

১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫২

মাস্টারদা বলেছেন: এটাই তো সবচেয়ে বড় শিক্ষা যে কেউ শিক্ষা নেয় না। :)

ধন্যবাদ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: শিক্ষা হলো। সুন্দর গল্প। এসব গল্পের মেইন লেখককে কখনই জানা হয় না, আফসোস এটাই।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

মাস্টারদা বলেছেন: কী আর করা যদি কৃষকের দেখা না মিলে। মনে মনেই তারে কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। আর নিজের শিক্ষার ঝুলি ভরি।

ধন্যবাদ এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.