নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
বাবা বাথরুমে। মা রান্না ঘরে। আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা "...টিং টং।" ছেলে দৌড়ে দরজা খুলে দেখল, পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে।
___‘আমি তোমাকে ৫০০ টাকা দেব!' __স্বাভাবিকভাবেই বললেন দাসবাবু। 'যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’
বুদ্ধিমান চটপটে ছেলে। কিছুক্ষণ চিন্তা করে কান ধরে উঠবস শুরু করে দিল। প্রতিবারে উঠ-বসে ৫০ টাকা কথা! এতটুকুতে ইজ্জতের আর কত কী!
শেষ হতেই দাসবাবু ৫০০ টাকার একটা নোট ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। ছেলে তো বেজায় খুশি!
এমন সময় বাবা বাথরুম থেকে বের হলেন। ‘কে ছিল দরজায়?’ জিজ্ঞেস করলেন।
___‘পাশের বাড়ির দাসবাবু!’ খুশি খুশি মুখে উত্তর দিল ছেলেটা।
___‘কী বলল? পাওনা ৫০০ টাকা কি দিয়ে গেছেন?’
শিক্ষা: আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।
(সংগৃহীত ও সংশোধিত)
১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৮
মাস্টারদা বলেছেন: ঋণ করলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়।
২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর...
০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯
মাস্টারদা বলেছেন: শুভ অপরাহ্ন
৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪
নজসু বলেছেন:
এই অবেলায় হাসানোর কোন মানে হয়?
০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯
মাস্টারদা বলেছেন:
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
শেরজা তপন বলেছেন: এখানে অনেক যদি কিন্তু আছে; যদি দরজাটা বাবা বা মা খুলতেন?
শেয়ারহোল্ডারেরা সবসময় পাওনা দেনার হালনাগাদ তথ্য জানলে অনেক সময় বিপদ হতে পারে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০০
মাস্টারদা বলেছেন: সব কিছুর যদি কিন্তু থাকে।
সব কিছু সবারে জানানো পক্ষে আমিও নই। মজার ছলে সচেতনতা; এই যা।
ধন্যবাদ।
৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯
বিজন রয় বলেছেন: হা হা হা .......... মজার আর পাশাপাশি শিক্ষণীয় বটে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০১
মাস্টারদা বলেছেন: মজা সবার, শিক্ষা যার যার।
ধন্যবাদ
৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর বেছে বেছে দেওয়া ভালো।
১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০২
মাস্টারদা বলেছেন: আরে! দারুণ বলেছেন তো। পরেরবার মনে রাখার চেষ্টা করব।
১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:০৭
মাস্টারদা বলেছেন: একটু তাড়াহুড়োয় ছিলাম। তাছাড়া শুধু কথার কথা-র মতো করে "ধন্যবাদ" দিয়ে দায় সারতে চাইনি। তাই দেরি। এ ছাড়া কিছু না।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: শর্তসাপেক্ষে শিক্ষনীয় গল্প
১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০৩
মাস্টারদা বলেছেন: একদিক দিয়ে, হ্যাঁ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ভালো গল্প।
আমি কখনও কারো কাছ থেকে টাকা ধার নেই নাই। কোনোদিন নিবও না।